
বছরের দ্বিতীয়দিনে ঘরের মাঠে যুবভারতীতে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামবে মোহনবাগান। মোহনবাগান যেখানে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১ নম্বরে সেখানে হায়দরাবাদ ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে। তবুও সতর্ক রয়েছে সবুজ মেরুন ব্রিগেড।
বাগান কোচ হোসে মোলিনা বলেন, 'কোনও ম্যাচই সহজ নয়। যে কোনও দলের বিরুদ্ধেই ম্যাচ হোক না কেন তার জন্য আমাদের সেরাটা দিতে হবে। আমাদের ভালো ফুটবল খেলতে হবে, জয়ের জন্য একইরকম ভাবে খাটতে হবে, সে প্রতিপক্ষ যেই হোক না কেন। তাই হায়দরাবাদ সহজ প্রতিপক্ষ বলার কোনও জায়গা নেই। আমরা সব ম্যাচ জিততে চাই, সব ম্যাচেই তিন পয়েন্ট পেতে চাই। আর এটাই আমাদের একমাত্র টার্গেট।'
পাশাপাশি তিনি বলেন, 'আমি পয়েন্ট নয়, ম্যাচ জেতা কাউন্ট করি। তাই জানি না সুপার সিক্সের জন্য ঠিক কত পয়েন্ট দরকার। আমরা শুধুই হায়দরাবাদ ম্যাচ নিয়ে ভাবছি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা আমি করি না। মানুষ হিসেবে জীবন উপভোগ করতে চাই। ভবিষ্যত নয়, বর্তমানে বাঁচতে চাই।'
এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সমর্থকদের জন্য বছরের প্রথম ম্যাচ হিসেবে ফ্রি টিকিট ঘোষণা করেছেন। মোলিনা এই বিষয় স্বাগত জানিয়ে আরও বেশি সমর্থকদের মাঠে আসার অনুরোধও জানান। এদিকে বাগান সমর্থকদের জন্য ভালো খবর গ্রেগ স্টুয়ার্ট চোট সরিয়ে এই ম্যাচে ফিরবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন