
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে আগেই যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রবল।
মেলবোর্ন টেস্টে হেরে চাপে রয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ওঠার সুযোগ খুবই কম ভারতের কাছে। অন্যদিকে ফাইনালে যাওয়ার আশা দেখছে শ্রীলঙ্কাও। ফাইনালে ওঠার জন্য রয়েছে জটিল সমীকরণ।
অস্ট্রেলিয়া -
অস্ট্রেলিয়ার বাকি রয়েছে ৩টি টেস্ট। একটি টেস্ট সিডনিতে ভারতের বিপক্ষে এবং দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৩টি টেস্টের মধ্যে একটি টেস্ট জিতলেই ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে অস্ট্রেলিয়া।
ভারত -
ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ওঠার সম্ভাবনা খুবই কম। সিডনি টেস্ট যদি হারে তাহলেই ছিটকে যাবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট জিততেই হবে ভারতকে। সাথে নজর রাখতে হবে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা টেস্টে। শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারায় সেক্ষেত্রে সোজাসুজি ফাইনালে যাবে ভারত।
শ্রীলঙ্কা -
শুধুমাত্র ভারত বা অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের দৌড়ে নেই। সাথে রয়েছে শ্রীলঙ্কাও। দ্বীপরাষ্ট্রকে ফাইনালে উঠতে হলে ভারত বনাম অস্ট্রেলিয়ার সিডনি টেস্ট ড্র হতে হবে। পাশাপাশি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে।
উল্লেখ্য, বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকায় প্রথমে রয়েছে দক্ষিণ আফ্রিকা (প্রথম ফাইনালিস্ট), ৬১.৪৬% পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ৫২.৭৮% পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত। ৪৫.৪৫% পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শ্রীলঙ্কা। ৪৮.২১% পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যানশ। যদিও কিউইদের ফাইনালে ওঠার কোনও পথ খোলা নেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন