
ব্যাটিং বিপর্যয়ের জেরে মেলবোর্ন টেস্টে পরাজিত হল ভারত। একাই লড়লেন যশস্বী। ফের ব্যর্থ বিরাট, রোহিতরা। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালের পথ আরও কঠিন হয়ে গেল টিম ইন্ডিয়ার কাছে।
মেলবোর্ন টেস্টে ১৮৪ রানে লজ্জার হার ভারতের। সিনিয়রদের ব্যর্থতার জেরে ভরাডুবি হল টিম ইন্ডিয়ার। যশস্বী এবং ঋষভ পন্থ ছাড়া ভারতের কোনও ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রেড্ডিও দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করে ফেরেন। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
সোমবার রোহিত ফেরেন ৯ রানে, কোহলি আউট হন ৫ রানে, রাহুল ফেরেন ০ রানে। পরে যশস্বী এবং ঋষভ পন্থ ৮৮ রানের পার্টনারশিপ গড়েন। অনেকেই ভেবেছিলেন ভারত সিরিজে লিড নিতে পারবে। কিন্তু ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে মেন ইন ব্লুজরা। ৩০ রানে ঋষভ ফেরার পরই জাদেজাকে ফিরতে হয় ২ রানে এবং নীতিশ ফেরেন ১ রানে। যশস্বীর ইনিংস থামে ৮৮ রানে। এরপর বুমরাহ, আকাশ দীপ এবং সিরাজ বেশিক্ষণ পিচে দাঁড়াতে পারেননি। ১৫৫ রানেই শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস।
প্রথম ইনিংসে ব্যাট করে ৪৭৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৩৬৯ রান করে ভারত। সেঞ্চুরি করে নজির গড়েন নীতিশ কুমার রেড্ডি। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে শেষ হয় অজিদের ব্যাটিং লাইন আপ। ভারতের জয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৩৯। কিন্তু সেই রানও তুলতে পারল না গম্ভীরের ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স এবং স্কট বোলান্ড। এছাড়া ২টি উইকেট পান নাথান লায়ন এবং ১টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও ট্রাভিস হেড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন