Jasprit Bumrah: সব থেকে কম গড়, ২০০ টেস্ট উইকেট শিকারির ক্লাবে যশপ্রীত বুমরাহ

People's Reporter: ২০০ টেস্ট উইকেট শিকারের পথে গড়ের ক্ষেত্রে বুমরাহ পেছনে ফেলেছেন সবাইকে। যাদের মধ্যে আছেন ম্যালকম মার্শাল (২০.৯), জোয়েল গারনার (২১.০), কোর্টলি অ্যামব্রোস (২১.০)। বুমরার গড় ১৯.৫।
যশপ্রীত বুমরাহ
যশপ্রীত বুমরাহফাইল ছবি বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ভারতের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেটের মালিক হলেন যশপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ণে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে তিনি এই নজির তৈরি করলেন। তাঁর সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে অপর ভারতীয় তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্তমান টেস্ট সিরিজে তিনিই এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি।

২০০ টেস্ট উইকেট শিকারের পথে গড়ের ক্ষেত্রে বুমরাহ পেছনে ফেলে দিয়েছেন সবাইকে। যাদের মধ্যে আছেন ম্যালকম মার্শাল (২০.৯), জোয়েল গারনার (২১.০), কোর্টলি অ্যামব্রোস (২১.০)। যেখানে বুমরার গড় ১৯.৫।  

রবিবার মধ্যাহ্নভোজের বিরতির পর ট্রাভিস হেডকে ১ রানে আউট করে নিজের ২০০ তম টেস্ট উইকেটে পৌঁছে জান ভারতীয় পেসার বুমরাহ। রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরাহ – দুই তারকাই নিজেদের ৪৪তম টেস্টে এই নজির স্থাপন করেন। তিনি দ্বাদশ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন।

যদিও এই তালিকায় এখনও সবার ওপরে সদ্য অবসর নেওয়া ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৩৭ টেস্টে ২০০ উইকেটের নজির স্পর্শ করেছিলেন। আন্তর্জাতিক রেকর্ড তালিকায় অশ্বিন তৃতীয় স্থানে আছেন। তাঁর আগে আছেন অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেট (৩৬ টেস্ট) এবং পাকিস্তানের ইয়াসির শাহ (৩৩ টেস্ট)।

এই টেস্টে এখনও পর্যন্ত ২২ ওভার বল করে ৪২ রান দিয়ে ৪ উইকেট দখল করেছেন বুমরাহ। প্রথম ইনিংসে ২৮.৪ ওভার বল করে ৯৯ রান দিয়ে বুমরাহ পেয়েছেন ৪ উইকেট।

এই লেখার সময় পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে ২৯৬ রানে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৭৪ রানের জবাবে ভারত করেছিল ৩৬৯ রান। আজ এই টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে।

যশপ্রীত বুমরাহ
Border Gavaskar Trophy: বুমরাহকে বর্ণবিদ্বেষ মূলক কটাক্ষ! প্রকাশ্যে ক্ষমা ইংরেজ ধারাভাষ্যকারের
যশপ্রীত বুমরাহ
Border Gavaskar Trophy: বিরাটদের ব্যর্থতা ঢাকলেন বুমরাহরা! দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান অজিদের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in