Border Gavaskar Trophy: বিরাটদের ব্যর্থতা ঢাকলেন বুমরাহরা! দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান অজিদের
প্রথম দিনের শেষে ৭ উইকেটের বিনিময়ে ৬৭ রান করল অস্ট্রেলিয়া। এখনও ভারতের থেকে ৮৩ রানে পিছিয়ে রয়েছে অজিরা। দিনের শেষে ৪ উইকেট নিয়েছেন অধিনায়ক বুমরাহ।
বর্ডার-গাভাসকরের ট্রফির প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নেন জসপ্রীত বুমরাহ। ব্যাটারদের বিপর্যয়ের জেরে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৫০ রানে। কে এল রাহুল করেন ২৬ রান, ঋষভ পন্থ করেন ৩৭ এবং নীতিশ রেড্ডি করেন ৪১ রান। তাছাড়া আর কেউ বড় রান করতে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে ৪টি উইকেট নেন জশ হেজেলউড। ২টি করে উইকেট পান মিচেল স্টার্ক, মিচেল মার্শ এবং অধিনায়ক প্যাট কামিন্স।
জবাবে ব্যাট করতে নেমে চাপে পড়ে অস্ট্রেলিয়াও। অধিনায়ক বুমরাহর আগুনে বোলিং-এ ধস নামে অজিদের ব্যাটিং লাইন আপে। উসমান খোয়াজা, স্টিভ স্মিথ, নাথান ম্যাকস্যুইনি এবং প্যাট কামিন্সকে ফেরান বুমরাহ। তাছাড়া ২টি উইকেট নেন মহম্মদ সিরাজ এবং ১টি উইকেট নেন হর্ষিত রানা।
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৭টি উইকেটের বিনিময়ে ৬৭ রান করেছে অস্ট্রেলিয়া। ৬ রানে অপরাজিত রয়েছেন মিচেল স্টার্ক এবং ১৯ রানে অপরাজিত রয়েছেন অ্যালেক্স ক্যারি।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

