
ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে নিয়ে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করার পর ক্ষমা চাইলেন ইংরেজ ধারাভাষ্যকার ইশা গুহ। তাঁর মতে, ভুল ব্যাখ্যা হয়েছে তাঁর মন্তব্যের। যদিও এ বিষয়ে মুখ খোলেননি জসপ্রীত বুমরাহ।
বিতর্কের সূত্রপাত রবিবার। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন বুমরাহকে 'প্রাইমেট' বলেন ইশা। যা মেনে নিতে পারেননি ভারতীয় সমর্থকরা। ইশার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেয় নেটিজেনরা। গতকাল বুমরাহ একাই ৫ উইকেট নেন। সেই সময়ই ধারাভাষ্য দিতে গিয়ে ইশা বলেন, "মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট, জসপ্রীত বুমরাহ"। ইশার সঙ্গী ছিলেন প্রাক্তন অজি পেসার ব্রেট লি। তিনি বলেন, "বিশ্বের সেরা বোলারের থেকে তো এ রকমই বোলিং আশা করা যায়"।
তবে ইশার এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়, কারণ ‘প্রাইমেট’ শব্দটি এক ধরনের বাঁদর প্রজাতির স্তন্যপায়ী প্রাণীকে বোঝায়। এই বিতর্কের জেরে ইশা প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, "ধারাভাষ্য দেওয়ার সময় আমি এমন একটি শব্দ ব্যবহার করি যার অর্থ সকলে অন্য ভাবে নিয়েছেন বা ভিন্ন অর্থ হয়েছে। এর জন্য আমি ক্ষমা চাইছি। আমি সবসময় অন্যদের সম্মান করি। যদি কেউ আমার মন্তব্যটি সম্পূর্ণ শোনেন, তবে বুঝতে পারবেন আমি বুমরার প্রশংসাই করছিলাম। আমি নিজেও বুমরার ভক্ত এবং কোনও রকম বৈষম্যের বার্তা দিতে চাইনি"।
ইশার এই ক্ষমা চাওয়ার পর ভারতীয় ধারাভাষ্যকার তথা প্রাক্তন কোচ রবি শাস্ত্রী তাঁর প্রশংসা করেছেন। তিনি বলেন, "ইশা খুবই নির্ভীক। প্রকাশ্যে এইভাবে ক্ষমা চাওয়ার জন্য যথেষ্ট সাহস দরকার হয়। ইশা ক্ষমা চাওয়াতে বিতর্ক বেশি দূর এগোবে না। আমরা সকলেই মানুষ, সকলেই ভুল করে ফেলি"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন