

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর ম্যাচে বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন ওড়িশা এফসির ব্রাজিলিয়ান ফুটবলার দিয়েগো মরিসিও। এমনই বিস্ফোরক অভিযোগ করেছে ওড়িশা এফসি। তবে কোন ম্যাচে তাঁকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে তা নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই।
ভারতীয় ফুটবলেও এবার বর্ণবিদ্বেষের আঁচ। সাধারণত ভারতীয় ফুটবলে এই ধরনের ঘটনা বিরল। মরিসিওর বিরুদ্ধে এমন ঘৃণ্য আচরণ ক্রীড়া জগতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষ নিয়ে সরব হয়েছে ওড়িশা।
ওড়িশা এফসির পক্ষ থেকে জানানো হয়েছে, "কারও জাতি বা জন্মস্থান যেখানেই হোক না কেন, সবাইকে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে দেখা উচিত। কুসংস্কারের ঊর্ধ্বে উঠে ফুটবল মাঠে সবাই নিজের সেরাটা দিতে চায়। ওড়িশা এফসি ও বৃহত্তর ফুটবল সমাজ এই ধরনের আচরণের তীব্র প্রতিবাদ করছে।"
ভারতীয় এই ক্লাবের পক্ষে আরও জানানো হয়, "এটা খুবই উদ্বেগজনক যে দিয়েগো মরিসিও সম্প্রতি বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন। এই ধরনের ঘটনা একদমই কাম্য নয়। শুধু খেলাধুলো নয়, সমাজে বর্ণবিদ্বেষের কোনও স্থান নেই। বর্ণবিদ্বেষ একতা ও সম্মানের বিরোধী।"
মরিসিওর পাশে থাকার বার্তা দিয়ে ওড়িশা এফসি জানিয়েছে, "দিয়েগোর বিরুদ্ধে যে ঘৃণ্য আচরণই হোক না কেন, ক্লাব তাঁর জন্য সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।"
তবে ঠিক কোন ম্যাচে মরিসিওকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে তা নিয়ে কিছু জানানো হয়নি। ওড়িশা শেষ ম্যাচ খেলেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। যে ম্যাচে ২-১ গোলে জয় পায় ওড়িশা এফসি।
প্রসঙ্গত, বিশ্ব ফুটবলে বর্ণবিদ্বেষী আক্রমণের ঘটনা নতুন কিছু নয়। তবে, ভারতীয় ফুটবলে এমন অভিযোগ বিরল। এর আগে অনেকেই দেখেছেন রিয়াল মাদ্রিদ তারকা তথা ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র একাধিকবার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। যার তীব্র প্রতিবাদও জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন