
ভেস্তে গেল ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের প্রথম দিন। বৃষ্টির কারণে ১৩.২ ওভারের বেশি বল করা সম্ভবই হল না। ফলে আম্পায়ারের সিদ্ধান্তে প্রথম দিনের ম্যাচ শেষ করা হয়।
ব্রিসবেনে তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। হর্ষিত রানার জায়গায় দলে ফেরেন আকাশ দীপ এবং অশ্বিনের বদলে নেওয়া হয়েছে জাদেজাকে। কিন্তু বৃষ্টির কারণে মাত্র ১৩.২ ওভার করা সম্ভব হয়। ৬ ওভার বল করে ৮ রান দেন জসপ্রীত বুমরাহ। ৪ ওভার বল করে ১৩ রান দেন মহম্মদ সিরাজ এবং ৩.২ ওভার বল করেন আকাশ দীপ।
৪৭ বলে ১৯ রানে অপরাজিত রয়েছেন উসমান খোয়াজা এবং ৩৩ বলে ৪ রানে অপরাজিত আছেন ম্যাকসিনি। ১৩.২ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮ রান।
লাগাতার বৃষ্টির কারণে ম্যাচ শেষ করতে বাধ্য হন আম্পায়ার। দ্বিতীয় সেশনে একটিও বল করা সম্ভব হয়নি। তৃতীয় সেশনের জন্য অপেক্ষা করলেও তা ব্যর্থ হয়। দ্বিতীয় দিন আবহাওয়া কেমন থাকে সেদিকেই তাকিয়ে সকলে।
স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৫ দিন ব্রিসবেনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৫০%-র বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইভাবে বৃষ্টি চলতে থাকলে গাব্বা টেস্ট ভেস্তে যেতে পারে। যেটা চাইছেন না ক্রিকেটপ্রেমীরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন