
ফের ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করলেন প্রাক্তন অজি তারকা গ্রেগ চ্যাপেল। প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সাথে গ্রেগ চ্যাপেলের তিক্ত সম্পর্কের কথা অনেকেই জানেন। এবার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আক্রমণ করলেন সেই গ্রেগ চ্যাপেলই। তাঁর মতে শুধুমাত্র মোটা অঙ্কের বেতনের কারণে দুই তারকা ব্যাটার অবসর নিচ্ছেন না।
সাম্প্রতিক কালে ছন্দে নেই ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মা। গোলাপি টেস্টেও ব্যর্থ হয়েছেন দু'জন। আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এ ব্যাটারদের তালিকাতেও পতন হয়েছে দুই ব্যাটারের। ৬ ধাপ নেমে কোহলি রয়েছেন ২০ নম্বরে এবং ৫ ধাপ পতন হয়ে অধিনায়ক রোহিত আছেন ৩১ নম্বর স্থানে। এই দুই তারকার অবসর নেওয়া দরকার বলে আক্রমণ করেন গ্রেগ চ্যাপেল। পাশাপাশি ভারতীয় বোর্ডকে সাহসী পদক্ষেপ গ্রহণের আর্জিও জানিয়েছেন তিনি।
গ্রেগ চ্যাপেল বলেন, "একজন ক্রিকেটারের নিজের বোঝা উচিত যে, তার ফর্ম ভালো চলছে কি না। এটা ঠিক যে, তারা খেলাটাকে ভালোবাসে এবং দীর্ঘদিন ধরে খেলতে চায়। কিন্তু সবসময় অবসরের সিদ্ধান্ত ক্রিকেটারদের হাতে ছেড়ে দিলে চলবে না। নির্বাচকদের উচিত কঠোর সিদ্ধান্ত নেওয়া। মোটা অঙ্কের বেতন ছাড়তে কারও ইচ্ছা করে না, তাই নির্বাচকদেরই এই দায়িত্ব নিতে হবে"।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই জসপ্রীত বুমরাহর প্রশংসা করেছিলেন চ্যাপেল। কিন্তু অ্যাডিলেডে ভারতের হার এবং টেস্টে রোহিত ও বিরাটের অফ-ফর্ম নিয়ে তিনি সরব হয়েছেন।
চ্যাপেলের এই মন্তব্য ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট মহলে ঝড় তুলেছে। অনেকেই মনে করছেন, চ্যাপেলের মন্তব্য আগুনে ঘি ঢালার সমান। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট মহলের একাংশ চ্যাপেলের সাথে একমত যে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির উচিত তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়া। এর জন্য কঠিন পদক্ষেপ গ্রহণ করা উচিত বোর্ডের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন