ICC Test Rankings: লাগাতার ব্যর্থতা, আইসিসি ক্রম তালিকায় পতন রোহিত-বিরাটের!

People's Reporter: টেস্ট র‍্যাঙ্কিং-এ ৩ ধাপ নেমে নবম স্থানে রয়েছেন ঋষভ পন্থ। ৬ ধাপ নেমে কোহলি রয়েছেন ২০ নম্বরে এবং ৫ ধাপ পতন হয়ে অধিনায়ক রোহিত আছেন ৩১ নম্বর স্থানে। চতুর্থ স্থানেই আছেন যশস্বী জয়সওয়াল।
ICC Test Rankings: লাগাতার ব্যর্থতা, আইসিসি ক্রম তালিকায় পতন রোহিত-বিরাটের!
ফাইল ছবি
Published on

আইসিসি ক্রম তালিকায় পতন হল ঋষভ পন্থ, বিরাট কোহলি এবং রোহিত শর্মার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রান করতে ব্যর্থ হন রোহিত এবং বিরাট। যার জেরে টেস্ট র‍্যাঙ্কিং-এ পতন হল তাঁদের।

লাগাতার ব্যর্থ হচ্ছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। প্রথম টেস্টে সেঞ্চুরি থাকলেও দ্বিতীয় টেস্টে খুব বেশি রান করতে পারেননি বিরাট। রোহিত শর্মা প্রথম ইনিংসে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ৬ রান করে আউট হয়ে যান। দুই ইনিংস মিলিয়ে কোহলির সংগ্রহ মাত্র ১৮ রান।

গত ১০ ডিসেম্বর আইসিসির নয়া ক্রম তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে টেস্ট র‍্যাঙ্কিং-এ ৩ ধাপ নেমে নবম স্থানে রয়েছেন ঋষভ পন্থ। ৬ ধাপ নেমে কোহলি রয়েছেন ২০ নম্বরে এবং ৫ ধাপ পতন হয়ে অধিনায়ক রোহিত আছেন ৩১ নম্বর স্থানে। চতুর্থ স্থানেই আছেন যশস্বী জয়সওয়াল। ১ ধাপ উপরে উঠে ১৭ নম্বরে রয়েছেন শুবমন গিল।

অন্যদিকে টেস্ট র‍্যাঙ্কিং-এ পতন হয়েছে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং উসমান খোয়াজারও। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে এখনও পর্যন্ত বড় রান আসেনি এই দুই তারকা ব্যাটারের ব্যাট থেকে। ৩ ধাপ নীচে নেমে ১১ নম্বরে আছেন স্টিভ স্মিথ এবং ২ ধাপ পতন হয়ে ১৪ নম্বরে রয়েছেন উসমান খোয়াজা। মার্নাস লাবুসেন ৩ ধাপ উপরে উঠে রয়েছেন ১৩ নম্বর স্থানে। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির ফলে ৬ ধাপ উপরে উঠে পঞ্চম স্থানে রয়েছেন ট্রাভিস হেড।

আইসিসি বোলারদের টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরাহ। ১ ধাপ নীচে নেমে অশ্বিন রয়েছেন পঞ্চম স্থানে। ১ ধাপ উপরে উঠে প্যাট কামিন্স আছেন চতুর্থ স্থানে এবং মিচেল স্টার্ক ৩ ধাপ উপরে উঠে ১১ নম্বরে রয়েছেন।

তৃতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরকে চিন্তায় রেখেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফর্ম। দুই তারকা ক্রিকেটার ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন নেটে। কোথায় কী ভুল হচ্ছে তা সংশোধন করছেন অনুশীলনে। এখন দেখার তৃতীয় টেস্টে দুই তারকা ব্যাটার রানে ফেরে কিনা।

ICC Test Rankings: লাগাতার ব্যর্থতা, আইসিসি ক্রম তালিকায় পতন রোহিত-বিরাটের!
ISL 2024-25: ওড়িশা ম্যাচের আগে চোটের কবলে ইস্টবেঙ্গলের তারকা বিদেশিরা! ভারতীয়দের উপর আস্থা অস্কারের
ICC Test Rankings: লাগাতার ব্যর্থতা, আইসিসি ক্রম তালিকায় পতন রোহিত-বিরাটের!
Syed Mushtaq Ali Trophy: হার্দিকের বরোদার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে ছুটি বাংলার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in