
আশা জাগিয়েও শেষ রক্ষা হল না। সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় নিল বাংলা। বুধবার বেঙ্গালুরুতে হার্দিক পান্ডিয়ার বরোদার বিরুদ্ধে ৪১ রানে লজ্জার হার হয় টিম বেঙ্গলের। সেমিফাইনাল আর খেলা হলো না তাঁদের।
শেষ আটের ম্যাচে টস জিতে বরোদাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। বরোদা ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭২ রান করে। শাশ্বত রাওয়াত ৪০ ও অভিমন্যু সিং রাজপুত ৩৭ রান করেন। ওপেনিং জুটি ভাঙে ৯.৪ ওভারে ৯০ রানে।
তিন নম্বরে নামা হার্দিক পাণ্ডিয়া ১১ বলে ১০ রান করে আউট হন। ক্রুণাল পাণ্ডিয়া করেন ৭। এদিন ছন্দে পাওয়া যায়নি শামিকে। ৪ ওভারে ৪৩ রান দিয়ে নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে বাংলা ভালো শুরু করতে পারেনি। করণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায় আর সুদীপ ঘরামি তাড়াতাড়ি আউট হন। অভিষেক পোড়েল ১৩ বলে ২২ রান করে অতীত শেঠের বলে আউট হন। এরপর বাংলার ইনিংস টানেন ঋত্ত্বিক রায়চৌধুরী ও শাহবাজ আহমেদ। ঋত্বিক করেন ১৮ বলে ২৯ রান। তাঁকে আউট করেন হার্দিক পাণ্ডিয়া। শাহবাজ আহমেদও ৩৬ বলে ৫৫ রান করে হার্দিক পাণ্ডিয়ার বলে আউট হন। এরপর শামিকেও আউট করেন হার্দিক।
৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া। ১৮ ওভারে ১৩১ রানে শেষ হয় বাংলার ইনিংস। মুস্তাক আলিতে বিদায়ের পরে এবারে বাংলার টার্গেট বিজয় হাজারে টুর্নামেন্ট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন