MS Dhoni: বলিউড অভিনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার শিখরে 'ক্যাপ্টেন কুল'! কেন জানেন?

People's Reporter: সূত্রের খবর, ২০২৩ সালে ৩২টি সংস্থার সাথে চুক্তি ছিল মহেন্দ্র সিং ধোনির। যেটা ২০২৪ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে ৪২টি।
ধোনি
ধোনিছবি - মহেন্দ্র সিং ধোনির ফেসবুক ওয়াল
Published on

৪৩ বছর বয়সেও তাঁর চাহিদা যে একটুও কমেনি তা ফের প্রমাণ করলেন মহেন্দ্র সিং ধোনি। ৪২টি সংস্থার প্রচারদূত হয়ে বলিউড আইকন অমিতাভ বচ্চনকে পিছনে ফেললেন মাহি।

মাঠের বাইরে হোক বা ভিতরে এখনও 'ক্যাপ্টেন কুলের' চাহিদা আগের মতোই আছে। সম্প্রতি একটি টায়ার কোম্পানির সাথে চুক্তি করেছেন মহেন্দ্র সিং ধোনি। এই চুক্তির ফলেই অমিতাভকে পিছনে ফেলে ৪২টি সংস্থার প্রচারদূত হলেন মাহি। অমিতাভ বচ্চন ৪১টি সংস্থার সাথে চুক্তিবদ্ধ।

সূত্রের খবর, ২০২৩ সালে ৩২টি সংস্থার সাথে চুক্তি ছিল মহেন্দ্র সিং ধোনির। যেটা ২০২৪ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে ৪২টি। শুধুমাত্র অমিতাভ বচ্চন নয়, বলিউড 'বাদশা' শাহরুখ খানও মহেন্দ্র সিং ধোনির পিছনে রয়েছেন। কিং খানের সাথে বর্তমানে ৩৪টি সংস্থার চুক্তি রয়েছে।

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন করিনা কাপুর। তাঁর সাথে ৩১টি সংস্থার চুক্তি রয়েছে। অক্ষয় কুমার আছেন পঞ্চম স্থানে। বলিউডের খিলাড়ির সাথে ২৮টি সংস্থার চুক্তি আছে। ষষ্ঠ স্থানে কিয়ারা আডবাণী (২৭টি), মাধুরী দিক্ষীত (২৫টি) রয়েছেন সপ্তম স্থানে। অষ্টম স্থানে রয়েছেন সৌরভ গাঙ্গুলি (২৪টি)। নবম স্থানে রণবীর সিং (২১) এবং বিরাট কোহলি (২১) রয়েছেন দশম স্থানে।

ধোনি
Mohammedan SC: বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণে এবার সরব মহামেডান ক্লাব!
ধোনি
AFC Asian Cup 2027: এশিয়ান কাপের বাছাই পর্বে সহজ গ্রুপে ভারত! এই গ্রুপে আর কারা আছে দেখুন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in