AFC Asian Cup 2027: এশিয়ান কাপের বাছাই পর্বে সহজ গ্রুপে ভারত! এই গ্রুপে আর কারা আছে দেখুন

People's Reporter: সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে গ্রুপ বিভাজন চূড়ান্ত হয়। ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে ৪টি করে দল রয়েছে।
ভারতীয় ফুটবল দল
ভারতীয় ফুটবল দলছবি - ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ
Published on

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে তুলনামূলক সহজ গ্রুপে রয়েছে ভারত। আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে গ্রুপ পর্যায়ের ম্যাচ।

সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে গ্রুপ বিভাজন চূড়ান্ত হয়। ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দল।

২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ 'সি'-তে রয়েছে ভারত। ভারত ছাড়াও এই গ্রুপে রয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর এবং হংকং।

ফিফা ক্রমতালিকা অনুযায়ী সবথেকে এগিয়ে রয়েছে ভারত। ভারতের অবস্থান ১২৭তম। হংকং রয়েছে ১৫৬ নম্বরে, ১৬১ নম্বরে রয়েছে সিঙ্গাপুর এবং ১৮৫ নম্বরে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ।

গত ২ বার এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল ভারতীয় ফুটবল দল। এবারও ভারতের লক্ষ্য এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করা।

আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে বাছাই পর্বের ম্যাচ। ভারতের প্রথম ম্যাচ রয়েছে ২৫ মার্চ, ২০২৫ বাংলাদেশের বিরুদ্ধে। ঘরের মাঠে খেলবে ভারত। এরপর হংকং-র বিরুদ্ধে ১০ জুন অ্যাওয়ে ম্যাচ খেলবে মানোলোর ছেলেরা। ৯ অক্টোবর ফের হোম ম্যাচ খেলবে ভারত। প্রতিপক্ষ সিঙ্গাপুর। ১৪ অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, ১৮ নভেম্বরও বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ এবং ৩১ মার্চ হংকং-র বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে ভারত।

অন্যদিকে ২০২৪ সালে একটিও ম্যাচ জিততে পারেনি ভারতীয় ফুটবল দল। যা নিয়ে বেশ চিন্তিত ভারতীয় কোচ। তবে হাল ছাড়তে নারাজ তিনি। এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তাদের সাথে পর পর দু'দিন বৈঠক করেন মানোলো মার্কুয়েজ। তিনি বলেন, “ফেডারেশন কর্তাদের সাথে কথা বলেছি। কীভাবে আমরা প্রস্তুতি নিতে চাইছি সেটা জানিয়েছি। যেভাবে এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বে খেলতে নামার আগে প্রস্তুতির পরিকল্পনা করেছি, তাতে আশা করছি ফলাফল ভালো হবে।

তিনি আরও জানান, 'গ্রুপের মধ্যে আমরাই প্রথমে আছি (ফিফা র‍্যাঙ্কিং-এ)। আমাদের প্রমাণ করতে হবে কেন আমরা এই গ্রুপে ফেভারিট। প্রতিটি গ্রুপই কঠিন। আমাদের গ্রুপ শীর্ষে থেকে এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করতে হবে'।

একনজরে এএফসি এশিয়ান কাপের গ্রুপ বিভাজন -

গ্রুপ এ: তাজিকিস্তান, ফিলিপাইন, মালদ্বীপ, তিমর-লেস্তে।

গ্রুপ বি: লেবানন, ইয়েমেন, ভুটান, ব্রুনেই দারুসসালম।

গ্রুপ সি: ভারত, হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ।

গ্রুপ ডি: থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, তাইওয়ান, শ্রীলঙ্কা।

গ্রুপ ই: সিরিয়া, আফগানিস্তান, মায়ানমার, পাকিস্তান।

গ্রুপ এফ: ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, লাওস।

ভারতীয় ফুটবল দল
Syed Mushtaq Ali Trophy: 'অলরাউন্ডার' শামি! চন্ডীগড়কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলা
ভারতীয় ফুটবল দল
Sunil Chhetri: আইএসএল-র ইতিহাসে 'বয়স্ক' ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড সুনীলের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in