
বয়স যে কেবল সংখ্যা মাত্র তা ফের প্রমাণ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করে আইএসএল-র ইতিহাসে নয়া নজির গড়লেন তিনি।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখা যায় সুনীলের। ৮ মিনিটে বেঙ্গালুরুকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। ৩৮ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন রায়ান উইলিয়ামস। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। ম্যাচের ৫৬ মিনিটে এবং ৬৭ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরায় কেরালা। তারপর ফের জ্বলে ওঠেন সুনীল। ৭৩ মিনিটে এবং অতিরিক্ত সময়ে গোল করে হ্যাটট্রিকের পাশাপাশি দলের জন্য গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট ছিনিয়ে নেন সুনীল।
এই হ্যাটট্রিকের ফলে আইএসএল-র সবথেকে 'বয়স্ক' খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়লেন সুনীল। এর আগে এই রেকর্ড ছিল বার্থোলোমেউ ওগবেচের। তিনি হায়দরাবাদের হয়েছে গোয়ার বিরুদ্ধে ৩৮ বছর ৯৬ দিনে হ্যাটট্রিক করেছিলেন। সুনীল ছেত্রী ৪০ বছর ১২৬ দিনে হ্যাটট্রিক করলেন।
এছাড়া আইএসএল খেলে যাওয়া বিদেশী ফুটবলার ইয়ান হিউমের নজির স্পর্শ করলেন তিনি। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩টি হ্যাটট্রিক করেছেন সুনীল। ২০১৫ সালে মুম্বই সিটি এফসির হয়ে এবং বেঙ্গালুরু এফসির হয়ে ২০১৮ ও ২০২৪ সালে করলেন।
হ্যাটট্রিকের তালিকায় শীর্ষে রয়েছেন ওগবেচে। তিনি ৪ বার হ্যাটট্রিক করেছেন। ১টি করেছিলেন নর্থইস্ট ইউনাইটেডের হয়ে, ১টি করেছিলেন কেরালা ব্লাস্টার্সের হয়ে এবং ২টি করেছিলেন হায়দরাবাদের হয়ে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন