Afghanistan: চিকিৎসা শিক্ষায় মহিলাদের উপর নিষেধাজ্ঞা! তালিবানি ফতোয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন রাশিদ খান

People's Reporter: আফগানিস্তানে তালিবানি শাসন জারি হওয়ার পর থেকেই নারীদের উপর একের পর এক বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে।
রাশিদ খান
রাশিদ খানছবি - রাশিদ খানের এক্স হ্যান্ডেল
Published on

তালিবানি ফতোয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রাশিদ খান। আফগানিস্তানে নারীশিক্ষায় বিধি-নিষেধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তি জানালেন তারকা ক্রিকেটার। পুরুষদের পাশাপাশি নারীদেরও সমস্ত শিক্ষা গ্রহণের পক্ষে সওয়াল করলেন এই ক্রিকেটার।

আফগানিস্তানে তালিবানি শাসন জারি হওয়ার পর থেকেই নারীদের উপর একের পর এক বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে। সম্প্রতি তালিবানি সরকার চিকিৎসা শিক্ষায় নারীদের প্রবেশ কার্যত নিষিদ্ধ করে দিয়েছে। আধুনিক বিশ্বে যখন মহিলারা মহাকাশে যাচ্ছেন, বিশ্বের বিভিন্ন স্থানে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন তখন আফগানিস্তানের মহিলাদের উপর আরোপ করা নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন রাশিদ খান।

সোশ্যাল মিডিয়ায় তালিবানি ফতোয়ার বিরুদ্ধে সরব হয়েছেন রাশিদ। তিনি লেখেন, আমার প্রিয় দেশে শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে মহিলাদের উপর জারি করা নিষেধাজ্ঞা খুবই বেদনাদায়ক। নারীদেরও নিজেদের এবং তাদের সম্প্রদায়কে শিক্ষিত করার অধিকার রয়েছে।

তিনি আরও লেখেন, আমি আফগানিস্তানের বোন এবং মায়েদের জন্য শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানের উপর জারি হওয়া এই নিষেধাজ্ঞার প্রতিবাদ করছি। এই সিদ্ধান্ত কেবল তাদের ভবিষ্যতই নয়, আমাদের সমাজের বৃহত্তর কাঠামোকেও গভীরভাবে প্রভাবিত করবে। এমন অনেক জটিল রোগ আছে যেখানে মহিলারাই একমাত্র মহিলাদের সাহায্য করতে পারেন।

পাশাপাশি রাশিদ জানান, আমি এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার জন্য আন্তরিকভাবে আবেদন করছি যাতে আফগান মেয়েরা তাদের শিক্ষার অধিকার পুনরুদ্ধার করতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। সকলকে শিক্ষা প্রদান করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয় বরং আমাদের নৈতিক দায়িত্ব।

রাশিদ খান
Mithali Raj: বিয়ের শর্ত ছিল ক্রিকেট ছেড়ে সন্তান পালন! জীবনের অজানা তথ্য জানালেন মিতালী রাজ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in