
অস্ট্রেলিয়ার মাটিতে ফের গোলাপি বলের টেস্টে ব্যর্থ হয়েছে ভারত। পাশাপাশি বর্ডার-গাভাসকর ট্রফির সিরিজে সমতাও ফিরিয়েছে অজিরা (১-১)। দ্বিতীয় টেস্ট হারতেই রোহিতদের সোমালোচনা করলেন সুনীল গাভাসকর।
অতীতে অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলের টেস্টে ভারতের রেকর্ড সুখকর নয়। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো মধুর প্রতিশোধ নেবে টিম ইন্ডিয়া। কিন্তু সেটা হয়নি। রোহিত-বিরাটদের ব্যর্থতার জেরে ফের গোলাপি বল টেস্টে হার মানতে হল ভারতকে। ভারতের খেলায় খুশি নন সুনীল গাভাসকর।
সুনীল গাভাসকর বলেন, 'যা হয়েছে তা ভুলে যেতে হবে। এই সিরিজকে ৩ ম্যাচের সিরিজ হিসেবে ধরে নিয়েই প্রস্তুতি নিতে হবে। অ্যাডিলেড টেস্ট দু'দিন আগেই শেষ। ওই দু'দিন হোটেলে থাকলে চলবে না। অনুশীলনে কাজে লাগাতে হবে।'
তিনি আরও বলেন, 'আমি এটা বলছি না যে সারাদিন অনুশীলন করতে। একটা, দু'টো সেশন অনুশীলন সকলে করতেই পারে। তাতে দলের ভালো হবে। কোথায় কী ভুল হচ্ছে তা দেখা উচিত।' সোমবার অবশ্য অনুশীলনে নামে ভারতীয় দল। রোহিত, বিরাট সহ সকলকেই দেখা যায় প্র্যাকটিসে।
প্রসঙ্গত, সিরিজ বর্তমানে ড্র রয়েছে। তৃতীয় টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। গাব্বাতে হবে টেস্টটি। চতুর্থ টেস্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ ডিসেম্বর এবং পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন