
প্রথমে যুবভারতীতে নর্থ ইস্ট তারপর চেন্নাইয়ের মাঠে চেন্নাই এফসিকে হারিয়ে অক্সিজেন পেয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলে লাস্ট বয় থেকে ১১ নম্বরে উঠে এসেছে লাল হলুদ ব্রিগেড। এই অবস্থায় জয়ের হ্যাটট্রিকের জন্য বৃহস্পতিবার যুবভারতীতে ওড়িশা এফসি বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল।
ওড়িশার গোলমেশিন রয় কৃষ্ণা এই ম্যাচে চোটের কারণে নেই। তবে সেই সুবিধা ইস্টবেঙ্গল নিতে পারছে কোথায়? ইস্টবেঙ্গল দলই তো যেন মিনি হাসপাতাল। দলের প্রধান স্তম্ভ দিমিত্রিয়স ডিয়ামানটাকোস, সল ক্রেসপো, হেক্টর ইউস্তে, নন্দকুমার শেখর, প্রভাত লাকরা, নিশু কুমাররা চোটের কবলে। কে খেলবেন কে বাদ যাবেন এখনও কেউ জানে না।
বিদেশিরা চোট পেলেও ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন ভরসা রাখছেন ভারতীয়দের উপরই। অস্কার বলেন, 'কে আছে কে নেই সেটা ম্যাচের আগে বোঝা যাবে। অযথা চাপ নিতে চাই না আমি। আমার কাজ প্লেয়ারদের মোটিভেট করা। আমি কোনও অজুহাত দিতে চাই না। নেতিবাচক মনোভাব নিয়ে থাকতে পছন্দ করি না। ইতিবাচক দিকে নজর দিই আমি। যারা ওড়িশা ম্যাচে খেলার সুযোগ পাবে, তাঁদের নিজেদের প্রমাণ করার পালা। স্থানীয় ফুটবলারদের ভালো খেলতে হবে।'
পাশাপাশি প্রতিপক্ষকে নিয়ে লাল-হলুদ কোচ বলেন, ওড়িশা দলের ফুটবল সম্পর্কে আমরা পরিচিত। ইস্টবেঙ্গল কোচ হিসেবে এটা ওড়িশার বিরুদ্ধে আমার দ্বিতীয় ম্যাচ। নতুন দিন হিসেবে খেলে ম্যাচটা জেতার চেষ্টা করবো। বর্তমানে আমরা ছন্দে আছি। তবে এটা যথেষ্ট নয়। আমাদের টেবিলের ওপরের দিকে উঠতে হবে। অনেকদূর যেতে হবে। তিনটে হোম ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন