

ভারতীয় ফুটবলে রেফারি নিয়ে বিতর্ক চলছেই। ইস্টবেঙ্গল একাধিকবার অভিযোগ তুলেছে, আইএসএলে রেফারি ইচ্ছা করে ষড়যন্ত্র করে তাঁদের হারাচ্ছে। এবারে ভারতীয় ফুটবলে রেফারির মান নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুও।
সুজিত বসুর ক্লাব শ্রীভূমি স্পোর্টিং কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে কোয়ালিফাই করেছে। শুক্রবার তার সেলিব্রেশন হলো কলকাতার এয়ারলাইন্স ট্রেন্টে। সেখানে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং আইএফএ কর্তাদের সামনেই রেফারির মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুজিত বসু বলেন, 'শুনলাম ইস্টবেঙ্গলের ম্যাচে খুব খারাপ রেফারিং হয়েছে। আমি আইএফএকে অনুরোধ করবো রেফারির মান যেন ঠিক থাকে। আমার কাছে আমাদের দলের খেলায় অনেক অভিযোগ আসে। আমি নিজে মাঠে উপস্থিত থেকে দেখেছি আমার দলের বিরুদ্ধে ৫ টা লাল কার্ড। মানা যায় না। আমি কাউকে কিছু বলি না। ডিসিপ্লিন থাকতে পছন্দ করি। যারা খেলাটা ভালোবেসে মাঠে যাচ্ছে আর যারা খেলছে, রেফারির সিদ্ধান্ত যদি খারাপ হয় সত্যি তাঁদের উপর খুব নেতিবাচক প্রভাব পড়ে। একটু দেখবেন সবাই রেফারি যেন ঠিক হয়।"
তিনি বলেন, 'খেলায় হার জিত আছে। কিন্তু রেফারির সিদ্ধান্ত যেন তফাৎ না গড়ে দেয়। তবে আইএফএ চেষ্টা করছে। এখন ভালো হচ্ছে সবকিছু। আমি সবরকমভাবে আইএফএর পাশে আছি।'
যদিও মোহনবাগান সচিব দেবাশিস দত্ত কিন্তু উল্টো পথে হাঁটলেন। পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের পাশে একপ্রকার দাঁড়ালেনই না। দেবাশিস বললেন,'যে দেশের ফুটবল রাঙ্কিং ১২৩ তাঁদের রেফারি আর কত ভালো হবে! এই মানেই খেলতে হবে। অজুহাত দিয়ে লাভ নেই। তবে এটা ঠিক রেফারি নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে আরও ভালো কাজ করতে হবে।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন