
বিতর্কিত বোলিং অ্যাকশনের জন্য বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিষিদ্ধ ঘোষণা করল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত ১০ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা সাকিব আল হাসানকে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কর্তৃক আয়োজিত সকল প্রতিযোগিতায় বোলিং থেকে বরখাস্ত করা হয়েছে। লফবরো ইউনিভার্সিটিতে এই মাসের শুরুর দিকে অনুষ্ঠিত একটি পরীক্ষায় তাঁর বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিতর্কের শুরু হয় সেপ্টেম্বর মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচে। যে ম্যাচে আম্পায়াররা তাঁর অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। এরপর সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়, যেখানে তাঁর কনুই ১৫ ডিগ্রীর বেশি ভাঙছে। ইসিবি জানায় এই ব্যান ১০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
নিজের উপর থেকে ব্যান প্রত্যাহার করার জন্য সাকিবকে ফের পরীক্ষা দিতে হবে। কোনও অবৈধ অ্যাকশনে বল করেননি তিনি - এর প্রমাণ দিতে হবে তাঁকে।
একদিকে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন বিরোধী দলের সমর্থকরা, অন্যদিকে বোলিং অ্যাকশন নিয়েও চাপে রয়েছেন তিনি। বর্তমানে সাকিব তাঁর পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বর্তমানে বাংলাদেশে ফেরার কোনও পরিকল্পনাই নেই তাঁর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন