Border Gavaskar Trophy: কোহলিকে 'জোকার' কটাক্ষ অজি মিডিয়ার! পাল্টা জবাব শাস্ত্রীর

People's Reporter: শুক্রবার সকালে দেখা যায় অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংবাদপত্র 'দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান'-র প্রথম পাতাতে কোহলি নাকে একটি লাল রঙের বল লাগানো রয়েছে।
কোহলিকে 'জোকার' আক্রমণ অস্ট্রেলিয়ার সংবাদপত্রে (বামদিকে), কোহলি ও কনস্টাসের ধাক্কার মুহূর্ত (ডানদিকে)
কোহলিকে 'জোকার' আক্রমণ অস্ট্রেলিয়ার সংবাদপত্রে (বামদিকে), কোহলি ও কনস্টাসের ধাক্কার মুহূর্ত (ডানদিকে)ছবি সংগৃহীত
Published on

তরুণ অজি ব্যাটারকে ধাক্কা দেওয়া নিয়ে কোহলিকে 'জোকার' আক্রমণ অস্ট্রেলিয়ার সংবাদপত্রে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। অন্যদিকে শুক্রবার আউট হওয়ার পরে ফিরে যাওয়ার সময়ও অজি সমর্থকদের অভব্যতার সাক্ষী থাকেন বিরাট।

অস্ট্রেলিয়ায় কোহলিকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। শুক্রবার সকালে দেখা যায় অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংবাদপত্র 'দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান'-র প্রথম পাতাতে কোহলি নাকে একটি লাল রঙের বল লাগানো রয়েছে। সাথে লেখা রয়েছে 'ক্লাউন কোহলি'। অর্থাৎ জোকার কোহলি। শুধু ছবি দিয়ে থেমে থাকেনি সে দেশের সাংবাদপত্রটি। পাশাপাশি এও লিখেছে কনস্টাসকে ধাক্কা মারার ঘটনায় তুলনামূলক কম শাস্তি দেওয়া হয়েছে কোহলিকে। বিরাটকে ছিঁচকাঁদুনে বলেও কটাক্ষ করা হয়েছে। এই সংবাদপত্রটিই পার্থ টেস্টে সেঞ্চুরি করার পর বিরাটকে 'রাজা' বলে সম্বোধন করেছিল।

অজি মিডিয়ার এই কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, আসলে সিরিজে এখনও লিড নিতে পারেনি অস্ট্রেলিয়া। সেই কারণেই এই ধরণের কাজ করছে তারা। মেলবোর্নে গত ১৪-১৫ বছর ধরে ভারতের বিরুদ্ধে টেস্ট জিততে পারেনি অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, অভিযোগ ওঠে, কোহলি ইচ্ছাকৃত ভাবেই অজি ব্যাটারকে ধাক্কা মেরেছেন। ঘটনাটি ঘটে ১০ নম্বর ওভারের শেষে। ওভার শেষে অন্যদিক থেকে আসছিলেন কোহলি। বিপরীত দিকে হাঁটেন কনস্টাসও। তখনই কোহলির কাঁধ কনস্টাসের কাঁধে ধাক্কা খায়। দু'জনের মধ্যে একটু কথা কাটাকাটিও হয়। সাথে সাথেই উসমান খোয়াজা এবং আম্পায়ার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এই আচরণের কারণে শাস্তিও পান কোহলি। আইসিসির কোড অফ কনডাক্ট-র লেভেল ওয়ান অনুযায়ী ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হবে কোহলির। পাশাপাশি কোহলিকে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

কোহলিকে 'জোকার' আক্রমণ অস্ট্রেলিয়ার সংবাদপত্রে (বামদিকে), কোহলি ও কনস্টাসের ধাক্কার মুহূর্ত (ডানদিকে)
BGT: ফের রান পেলেন না রোহিত, যশস্বী-বিরাটের ভুল বোঝাবুঝিতে দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত!
কোহলিকে 'জোকার' আক্রমণ অস্ট্রেলিয়ার সংবাদপত্রে (বামদিকে), কোহলি ও কনস্টাসের ধাক্কার মুহূর্ত (ডানদিকে)
Border Gavaskar Trophy: অজি ব্যাটারকে ধাক্কা মারার শাস্তি! নির্বাসন থেকে কি মুক্তি পেলেন বিরাট?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in