
চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজে অস্ট্রেলিয়া। ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে ভারত। অপরাজিত আছেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা।
ফের ব্যর্থ হলেন রোহিত শর্মা। ওপেন করতে নেমে মাত্র ৩ রানেই ফিরতে হয় ভারত অধিনায়ককে। পরে যশস্বী এবং রাহুলের মধ্যে কিছুটা পার্টনারশিপ গড়ে উঠলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৪ রানে আউট হন কে এল রাহুল। কোহলি এবং জয়সওয়ালের মধ্যে ১০২ রানের পার্টনারশিপ হয়। যা চাপে ফেলেছিল অজি বোলারদের। কিন্তু ভারতের দুই তারকা ব্যাটারের ভুল বোঝাবুঝির জন্য ৮২ রানে আউট হয়ে ফিরে যান যশস্বী।
তারপর আর বড় পার্টনারশিপ হয়নি। দলের ১৫৪ রান এবং ব্যক্তিগত ৩৬ রানে আউট হন কোহলি। ১৫৯ রানে ফিরতে হয় 'নাইট ওয়াচম্যান' আকাশ দীপকে। দিনের শেষে ৬ রানে অপরাজিত আছেন ঋষভ পন্থ এবং ৪ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। ভারতের স্কোর ৫ উইকেট হারিয়ে ১৬৪। এখনও ৩১০ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
অন্যদিকে, ভারতীয় পেসারদের মধ্যে ফের ব্যর্থ হলেন মহম্মদ সিরাজ। ২৩ ওভার বল করে ১২২ রান দিয়ে একটিও উইকেট পাননি তিনি। জসপ্রীত বুমরাহ নেন ৪ উইকেট। আকাশ দীপ নেন ২ উইকেটে। ৩ উইকেট পান রবীন্দ্র জাদেজা এবং ১টি উইকেট সংগ্রহ করেন ওয়াশিংটন সুন্দর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন