
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ক্রীড়াসূচি প্রকাশ করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার আইসিসি-র পক্ষ থেকে এই সূচি প্রকাশ করা হয়েছে। আইসিসি-র এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এই তথ্য প্রকাশিত হয়েছে। ২০২৫-এর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত এই খেলা চলবে। আইসিসি প্রকাশিত ক্রীড়াসূচি অনুসারে ভারত ও পাকিস্তানের মধ্যে দুবাইতে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুই গ্রুপে আছে ৪ টি করে দল। গ্রুপ এ-তে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। গ্রুপ বি-র চারটি দল হল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ইংল্যান্ড। ফাইনাল – ৯ মার্চ।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ক্রীড়াসূচি
১৯ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (করাচি)
২০ ফেব্রুয়ারি – ভারত বনাম বাংলাদেশ (দুবাই)
২১ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (করাচি)
২২ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (লাহোর)
২৩ ফেব্রুয়ারি – ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (রাওয়ালপিন্ডি)
২৫ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (রাওয়ালপিন্ডি)
২৬ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম ইংল্যান্ড – (লাহোর)
২৭ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম বাংলাদেশ (রাওয়ালপিন্ডি)
২৮ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ( লাহোর)
১ মার্চ – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (করাচি)
২ মার্চ – ভারত বনাম নিউজিল্যান্ড (দুবাই)
৩ মার্চ – কোনও খেলা নেই
৪ মার্চ – প্রথম সেমি ফাইনাল (দুবাই)
৫ মার্চ – দ্বিতীয় সেমিফাইনাল (লাহোর)
৯ মার্চ – ফাইনাল (লাহোর অথবা দুবাই)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন