
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও জট কাটেনি। জানা যাচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে খেলা নিয়ে নতুন করে আপত্তি জানিয়েছে পাকিস্তান। তবে পাক বোর্ডের এই আপত্তিকে আদৌ আইসিসি গুরুত্ব দেবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসছে পাকিস্তানে। তবে ভারতের আপত্তি থাকায় সমস্যা সমাধান করতে নাজেহাল অবস্থা হয় আইসিসির। ভারত বনাম পাক বোর্ডের লড়াইয়ে হস্তক্ষেপ করে আইসিসি। বৃহস্পতিবার আইসিসি জানায়, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। তবে ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যুতে হবে।
আইসিসি আরও জানায়, ২০২৭ সাল পর্যন্ত আইসিসির টুর্নামেন্ট যদি ভারত অথবা পাকিস্তানে হয় সেক্ষেত্রে দুই দলকেই নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে। আগামী বছর মহিলা বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে এবং ২০২৬ টি-২০ বিশ্বকাপও হবে ভারতে। সেক্ষেত্রে পাকিস্তানও ভারতে খেলতে আসবে না। খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে।
সূত্রের খবর, আইসিসির সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরও পাক বোর্ড খুশি নয়। জানা যাচ্ছে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকেই চূড়ান্ত করছে আইসিসি। কিন্তু পাকিস্তান চাইছে কলম্বোকে বাছা হোক নিরপেক্ষ ভেন্যু হিসেবে। তবে এখনও কিছুই আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।
প্রসঙ্গত, গত এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু সেবারও ভারত পাকিস্তানে খেলতে যায়নি। পরিবর্তে সব ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলেছিল। সেই সময়ও অনেক প্রাক্তন পাক তারকা বিসিসিআই-র সমালোচনা করেছিলেন।
ভারত শেষবার পাকিস্তান সফর করেছিল ২০০৫-০৬ সালে। তিনটি টেস্ট এবং পাঁচটি ওডিআই ম্যাচ খেলতে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন দল পৌঁছেছিল পাকিস্তানে। শেষবার পাকিস্তান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে ২০১২-১৩ সালে। সেবার তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ খেলার জন্য ভারতে এসেছিল পাকিস্তান। এরপর আর দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন