ISL 2024-25: 'মিশন গোয়া' - লক্ষ্য ৩ পয়েন্ট, অ্যাওয়ে ম্যাচ জিততে মরিয়া মোহনবাগান

People's Reporter: বাগান কোচ হোসে মোলিনা বলেন, আমরা কঠোর পরিশ্রম করছি। লিগ শিল্ড জেতার চেষ্টা করছি। তবে আপাতত আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়া ম্যাচ।
অনুশীলনে মোহনবাগান
অনুশীলনে মোহনবাগানছবি - সংগৃহীত
Published on

অপ্রতিরোধ্য মোহনবাগান। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগে টেবিলে সবার উপরে রয়েছে তারা। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর রয়েছে ২৪ পয়েন্ট। শুক্রবার গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান। বাগান কোচের লক্ষ্য ৩ পয়েন্ট।

বাগান কোচ হোসে মোলিনা বলেন, 'আমরা কঠোর পরিশ্রম করছি। লিগ শিল্ড জেতার চেষ্টা করছি। তবে আপাতত আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়া ম্যাচ। দলের খেলায় খুশি। একই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ভালো ম্যাচের আশা করছি। গোয়া থেকে জিতে ফিরতে চাই। আমাদের ক্লাব, ম্যানেজমেন্ট, সমর্থকেরা আমাদের কাছে একটাই জিনিস চায়, প্রতি ম্যাচে জয়। আমরা এটাই জানি যে, আমরা মোহনবাগানে যোগ দিয়েছি দলকে জেতানোর জন্য। আমাদের সবাই এটা জানে ও বোঝে। সেজন্যই তো আমরা এত পরিশ্রম করি'।

তিনি আরও বলেন, "আমাদের মানসিকতা খুব স্পষ্ট। প্রতি ম্যাচে জিততে গেলে লড়াই করতে হবে। রক্ষণ, আক্রমণ সব জায়গাতেই আমাদের ভালো খেলতে হবে। দলের মধ্যে ভালো বোঝাপড়া গড়ে তুলতে হবে। গোল করার জন্য ভালো শট নিতে হবে। যথাসাধ্য চেষ্টা করে গোল আটকানোটাও খুবই গুরুত্বপূর্ণ"।

প্রতিপক্ষ গোয়া নিয়ে মোলিনা বলেন, 'গোয়া ভালো দল। গত কয়েক ম্যাচে অসাধারণ ফুটবল খেলছে। আমাদের ওদের লড়ে হারাতে হবে। দলের প্রত্যেক খেলোয়াড়ই আমার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। একজন কোচ যদি দেখে তারা দলের বেঞ্চ খুব দুর্বল, তখনই সমস্যা হয়। কিন্তু আমার সেই সমস্যা নেই।

বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৬। দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু। ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ওড়িশা এফসি। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে এফসি গোয়া।

অনুশীলনে মোহনবাগান
Mohammedan SC: চাপ বাড়ছে মহামেডান কোচের চেরনিশভের! সহকারী হিসেবে যুক্ত মেহরাজউদ্দিন
অনুশীলনে মোহনবাগান
Ronaldo: হারানো 'গৌরব' ফেরাতে আসরে রোনাল্ডো! ব্রাজিল ফুটবলের সভাপতি পদে লড়বেন প্রাক্তন তারকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in