Ronaldo: হারানো 'গৌরব' ফেরাতে আসরে রোনাল্ডো! ব্রাজিল ফুটবলের সভাপতি পদে লড়বেন প্রাক্তন তারকা

People's Reporter: ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে সিবিএফের নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোনাল্ডো
রোনাল্ডোছবি - সংগৃহীত
Published on

ব্রাজিল ফুটবল বোর্ড অর্থাৎ কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবলের সভাপতি পদে লড়াই করবেন প্রাক্তন তারকা রোনাল্ডো নাজারিও। সভাপতি হলে ব্রাজিল ফুটবলকে ফের বিশ্বের সেরা করে গড়ে তুলবেন বলে আশ্বাসও দিয়েছেন রোনাল্ডো।

২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে সিবিএফের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবলের (সিবিএফ) সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেছেন ব্রাজিলের প্রাক্তন স্ট্রাইকার তথা ২০০২ সালের বিশ্বকাপ জয়ের নায়ক রোনাল্ডো।

প্রার্থী হতে রোনাল্ডোকে ব্রাজিলের চারটি আঞ্চলিক ফুটবল সংস্থা এবং চারটি ক্লাবের সমর্থন পেতে হবে। সূত্রের খবর, এই সমর্থন নিশ্চিত করতে ব্রাজিলের বিভিন্ন প্রান্তে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। যাতে সহজেই সমর্থন মেলে। প্রতিটি ফুটবল সংস্থা ও ক্লাব কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন রোনাল্ডো।

নির্বাচনে জয়ী হলে ব্রাজিল ফুটবলকে হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার নিয়েছেন রোনাল্ডো। তিনি বলেন, ‘‘আমার লক্ষ্য ব্রাজিলের ফুটবলকে বিশ্বের সেরার সেরা করা। আমাদের জাতীয় দল বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। মাঠে এবং মাঠের বাইরে অনেক উন্নতির প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। ওই দিকগুলিকে বেশি নজর দিতে হবে। ফুটবলারদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত।"

১৯৯৪ সালে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয় রোনাল্ডোর। ফুটবলার হিসেবে অবসর নেন ২০১১ সালে। ৯৮ ম্যাচে ৬২টি গোল করেছেন তিনি। দু'বার ব্যালন ডি'অর জিতেছেন তিনি। এছাড়া পিএসভি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এসি মিলানের মতো বড় বড় ক্লাবে খেলেছেন রোনাল্ডো।

অবসর নেওয়ার পরও রোনাল্ডো ফুটবলের সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছেন। বিভিন্ন ক্লাবের মালিকানা গ্রহণ করে তিনি ফুটবলকে সমৃদ্ধ করার চেষ্টা চালিয়ে গেছেন। যদিও সম্প্রতি তিনি ব্রাজিলের ক্লাব ক্রুইজেইরোর মালিকানা ছেড়েছেন এবং স্পেনের একটি ক্লাবের মালিকানা ছাড়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

রোনাল্ডোর এই সিদ্ধান্ত ব্রাজিলের ফুটবল মহলে নতুন আশার সঞ্চার করেছে। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর নেতৃত্বে ব্রাজিলীয় ফুটবলের নতুন যুগের সূচনার।

রোনাল্ডো
FIFA The Best 2024: ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিসিয়াস! 'যোগ্য' সম্মান পেয়ে আপ্লুত ব্রাজিলিয়ান তারকা
রোনাল্ডো
Mohammedan SC: চাপ বাড়ছে মহামেডান কোচের চেরনিশভের! সহকারী হিসেবে যুক্ত মেহরাজউদ্দিন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in