
২০২৪ ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ব্রাজিলিয়ান তথা রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। ব্যালন ডি'অরের হতাশা কাটলো ফিফার বর্ষসসেরা পুরস্কার জিতে। ভিনির এই সাফল্যে খুশি হয়েছেন প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডো।
অল্পের জন্য ব্যালন ডি'অর হাতছাড়া হয় ভিনিসিয়াসের। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নাম না করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তারকা ফুটবলার। ভিনি লিখেছিলেন, 'প্রয়োজনে আমি ১০ গুণ চেষ্টা করব। কিন্তু তাঁরা প্রস্তুত নন'। এবছর ব্যালন ডি'অর জিতেছিলেন স্পেনের রদ্রি। কিন্তু এবার রদ্রিকে পিছনে ফেলে ফিফা 'দ্য বেস্ট' খেতাব জয়ী হলেন ভিনিসিয়াস। ব্রাজিলিয়ান তারকার পয়েন্ট ৪৮ (প্রথম), রদ্রির পয়েন্ট ৪৩ (দ্বিতীয়) এবং জুড বেলিংহামের পয়েন্ট ৩৭ (তৃতীয়)।
বর্ষসেরা সম্মান জিতে ভিনি বলেন, "অবশেষে আমার সময় এসেছে। আমি বর্ষসেরা ফুটবলার হয়ে খুব খুশি। আর এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি ছোটো থেকে ব্রাজিলের সাও গনচালোর রাস্তায় খালি পায়ে ফুটবল খেলে বড় হয়েছি। আমি অনেক বাচ্চার জন্য রোল মডেল যারা মনে করে সবকিছুই অসম্ভব এবং এতদূর আসতে পারবে না"।
ভিনির জয়ে খুশি হয়েছেন প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডো নাজারিও। তিনি বলেন, "ওরা চাইলেও তোমায় মুছে ফেলতে পারবে না। বিশ্বের সেরা ফুটবলার একজন কৃষ্ণাঙ্গ ও ব্রাজিলিয়ান"।
এছাড়া ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি, যিনি এবছর মহিলা ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর জিতেছিলেন। বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কার পেলেন রিয়াল মাদ্রিদের কার্লো আন্সেলোত্তি। বর্ষসেরা মহিলা কোচ হলেন এমা হায়েস। বর্ষসেরা পুরুষ গোলরক্ষক নির্বাচিত হলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। বর্ষসেরা মহিলা গোলরক্ষক হলেন আমেরিকার আলিসা নাহের। পুস্কাস পুরস্কার জয় করলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো। ফেয়ার প্লে পুরস্কার গেল ব্রাজিলিয়ান ফুটবলার থিয়াগো মাইয়ার দখলে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন