
টানা ব্যর্থতার জেরে মহামেডানের রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভের যে চাকরি যেতে চলেছে, সেই সম্ভাবনা আরও জোরালো হল মেহরাজউদ্দিনের ফিরে আসাতে।
মহামেডান স্পোর্টিংয়ের সহকারী কোচ হিসেবে নিযুক্ত হলেন মেহরাজউদ্দিন ওয়াডু। ক্লাবের ইনস্টাগ্রামে পোস্ট করে মেহেরাজকে স্বাগত জানানো হয়েছে। অর্থাৎ চেরনিশভের উপর চাপ একপ্রকার বাড়িয়ে দেওয়া হল।
প্রসঙ্গত গত বছর মেহরাজউদ্দিনকে কলকাতা লিগে কোচিংয়ের দায়িত্ব দেয় মহামেডান। দল ভালো খেললেও 'অন্যায়' ভাবে মেহেরাজকে সরিয়ে দেওয়া হয়। যা নিয়ে পরে বিরক্তিও প্রকাশ করেন তিনি। এবার ফের তাঁকে নিয়ে আসা হল।
এই মরসুমে দল ভালো করলে চেরনিশভকে সরিয়ে মেহেরাজকে আপাতত এই মরসুমের দায়িত্ব দেওয়া হবে। রবিবার মুম্বই ম্যাচে মহামেডানের হারের পরে 'গো ব্যাক চেরনিশভ' স্লোগান তোলেন সমর্থকরা। দলের ম্যানেজমেন্টও আর তাঁর কাজে খুশি নয় বলেই খবর। এই মুহূর্তে মহামেডান ১১ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার শেষে রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন