
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বোলিং নিষিদ্ধ করা হল সাকিব আল হাসানের। এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে আইসিসি। ফলে শুধুমাত্র ব্যাটার হিসেবেই ম্যাচ খেলতে পারবেন তিনি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
অবৈধ বোলিং অ্যাকশনের জন্য অলরাউন্ডার থেকে শুধুমাত্র ব্যাটসম্যানে পরিণত হলেন বাংলাদেশের সাকিব আল হাসান। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, “আইসিসি জানিয়েছে সাকিব আল হাসানকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত সমস্ত প্রতিযোগিতায় বল করতে নিষেধ করা হয়েছে। আইসিসিও বিষয়টি খতিয়ে দেখেছে। আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটেও বল করতে পারবেন না বাংলাদেশের তারকা ক্রিকেটার।'
সাকিবের বোলিং-র উপর নিষেধাজ্ঞা স্থায়ী নয়। পুনরায় বল করার জন্য তাঁকে পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষায় যদি তিনি পাস করেন তাহলেই আইসিসি এবং ইসিবি নিষেধাজ্ঞা তুলে নেবে।
প্রসঙ্গত, আইসিসির আগে সাকিবের বোলিং অ্যাকশনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। গত ১০ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। বিতর্কের শুরু হয় সেপ্টেম্বর মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচে। যে ম্যাচে আম্পায়াররা তাঁর অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন।
এরপর সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়, যেখানে তাঁর কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙছে। লফবরো ইউনিভার্সিটিতে এই মাসের শুরুর দিকে অনুষ্ঠিত একটি পরীক্ষায় তাঁর বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন