
নর্থ ইস্ট আর চেন্নাই এফসি ম্যাচে জিতে কিছুটা অক্সিজেন পেলেও যুবভারতীতে গত ওড়িশা এফসি ম্যাচে হেরে ফের চাপে রয়েছে ইস্টবেঙ্গল। তার উপর সল ক্রেসপোর পরে ওড়িশা ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মাদিহ তালাল। লাল কার্ডের জন্য নেই জিকসন সিংও। তবে সুখবর দিয়ামান্তাকোস ফিরতে পারেন এই ম্যাচে।
মঙ্গলবার যুবভারতীতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। দলের প্রস্তুতি নিয়ে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোন বলেন, "চ্যালেঞ্জিং মুহূর্ত, সততার সঙ্গে মোকাবেলা করতে হবে।আমরা ভালো কাজ করছি, ম্যাচে ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে। বাস্তব দিক হল পাঞ্জাব ১৮ পয়েন্টে রয়েছে। ওরা ধারাবাহিক, ট্যাকটিক্যালও খুব ভালো। তবে ঘরের মাঠে সমর্থকদের পাশে নিয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। সেটা আত্মবিশ্বাস দেয়।'
তিনি আরও বলেন, 'ওদের সব বিভাগেই খেলোয়াড়রা ভালো খেলছে। গত সাত-আটটা ম্যাচে ওরা যথেষ্ট ধারাবাহিক ভাবে ভালো খেলছে। তবে আমরাও গত কয়েক ম্যাচে ভালো খেলে আসছি। গত ম্যাচে হারের পর আমাদের জেতার খিদে বেড়েছে। আমরা যেমন খেলছি তেমনই খেলব। পাঞ্জাবের মতো আমরাও ভালো দল। যারা বেশি সুযোগ তৈরি করবে, তাদেরই জেতার সম্ভাবনা বেশি।
এছাড়া গত ম্যাচে খারাপ রেফারিং নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেন অস্কার ব্রুজোন। তিনি বলেন, 'এটা ঠিক আমরা এমন সিদ্ধান্তের জন্য সমস্যায় পড়েছি যা আমাদের নিয়ন্ত্রণে নেই'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন