ISL 2024-25: 'গত ম্যাচের হার জয়ের খিদে বাড়িয়েছে' - পাঞ্জাব ম্যাচে ৩ পয়েন্টের আশায় ইস্টবেঙ্গল কোচ

People's Reporter: লাল-হলুদ কোচ বলেন, চ্যালেঞ্জিং মুহূর্ত, সততার সঙ্গে মোকাবেলা করতে হবে। আমরা ভালো কাজ করছি, ম্যাচে ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।
অনুশীলনে ইস্টবেঙ্গল দল
অনুশীলনে ইস্টবেঙ্গল দলছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

নর্থ ইস্ট আর চেন্নাই এফসি ম্যাচে জিতে কিছুটা অক্সিজেন পেলেও যুবভারতীতে গত ওড়িশা এফসি ম্যাচে হেরে ফের চাপে রয়েছে ইস্টবেঙ্গল। তার উপর সল ক্রেসপোর পরে ওড়িশা ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মাদিহ তালাল। লাল কার্ডের জন্য নেই জিকসন সিংও। তবে সুখবর দিয়ামান্তাকোস ফিরতে পারেন এই ম্যাচে।

মঙ্গলবার যুবভারতীতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। দলের প্রস্তুতি নিয়ে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোন বলেন, "চ্যালেঞ্জিং মুহূর্ত, সততার সঙ্গে মোকাবেলা করতে হবে।আমরা ভালো কাজ করছি, ম্যাচে ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে। বাস্তব দিক হল পাঞ্জাব ১৮ পয়েন্টে রয়েছে। ওরা ধারাবাহিক, ট্যাকটিক্যালও খুব ভালো। তবে ঘরের মাঠে সমর্থকদের পাশে নিয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। সেটা আত্মবিশ্বাস দেয়।'

তিনি আরও বলেন, 'ওদের সব বিভাগেই খেলোয়াড়রা ভালো খেলছে। গত সাত-আটটা ম্যাচে ওরা যথেষ্ট ধারাবাহিক ভাবে ভালো খেলছে। তবে আমরাও গত কয়েক ম্যাচে ভালো খেলে আসছি। গত ম্যাচে হারের পর আমাদের জেতার খিদে বেড়েছে। আমরা যেমন খেলছি তেমনই খেলব। পাঞ্জাবের মতো আমরাও ভালো দল। যারা বেশি সুযোগ তৈরি করবে, তাদেরই জেতার সম্ভাবনা বেশি।

এছাড়া গত ম্যাচে খারাপ রেফারিং নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেন অস্কার ব্রুজোন। তিনি বলেন, 'এটা ঠিক আমরা এমন সিদ্ধান্তের জন্য সমস্যায় পড়েছি যা আমাদের নিয়ন্ত্রণে নেই'।

অনুশীলনে ইস্টবেঙ্গল দল
Shakib Al Hasan: ইসিবির পর সাকিবের বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা জারি ICC-র! বিপাকে বাংলাদেশ
অনুশীলনে ইস্টবেঙ্গল দল
ISL 2024-25: ভারতীয় ফুটবলে বর্ণবিদ্বেষের আঁচ! ব্রাজিলিয়ান ফুটবলারের পাশে দাঁড়িয়ে সরব ওড়িশা এফসি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in