
বর্ডার গাভাসকর ট্রফির মাঝেই অশ্বিনের অবসর ঘোষণা নিয়ে এখনও চর্চা চলছে। নিজের সিদ্ধান্তেই অবসর নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? যা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অশ্বিনের পিতা রবিচন্দ্রন।
১৩ বছরের কেরিয়ারের ইতি টেনে বুধবার অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। ছেলের সিদ্ধান্তে রীতিমতো অবাক বাবা রবিচন্দ্রন। তিনি বলেন, অবসরের বিষয়ে আমরা কিছুই জানতাম না। একদম শেষ মুহূর্তে এসে জানতে পারি যে ও অবসর নেবে। ওর মাথায় কী চলছিল তা আমি জানি না। তবে ওর সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেভাবে নিজের অবসর ঘোষণা করল তাতে একদিকে আমি খুশি হয়েছে আবার অন্যদিকে দুঃখও পেয়েছি।
তিনি আরও বলেন, "ওর ইচ্ছাতে আমি হস্তক্ষেপ করতে পারি না। তবে যেভাবে অবসর নিয়েছে তাতে অন্য কোনও কারণ থাকলেও থাকতে পারে। হয়তো দিনের পর দিন অপমানিত হওয়ার কারণে অবসর নিয়েছে"।
যদিও হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়ে গতকাল অশ্বিন বলেন, 'আমি বেশি কিছু বলব না। শুধু এটুকু বলতে চাই যে ভারতীয় দলে ক্রিকেটার হিসেবে আজ আমার শেষ দিন। সবারই শেষ সময় আসে। আজ আমার সময় শেষ। অশ্বিনের অবসর প্রসঙ্গে রোহিত জানান, তিনি অনেক ভেবেচিন্তেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই।
উল্লেখ্য, ভারতের জার্সিতে ২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে আত্মপ্রকাশ ঘটে তামিলনাড়ুর অশ্বিনের। তারপর একের পর এক সাফল্য পেতে থাকেন তিনি। ওই বছরই টি-২০ ক্রিকেটেও অভিষেক হয় অশ্বিনের। ভারতের হয়ে টেস্টে অভিষেক হয় ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
ভারতের হয়ে ১০৬ টেস্টের ২০০ ইনিংসে মোট ৫৩৭টি উইকেট নিয়েছেন অশ্বিন। এক ইনিংসে তাঁর সেরা বোলিং স্কোর ৫৯ রানের বিনিময়ে ৭ উইকেট। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ১১৬টি ম্যাচে ১৫৬টি উইকেট এবং টি-২০-তে ৬৫ ম্যাচে ৭৫টি উইকেট সংগ্রহ করেন অশ্বিন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন