Sourav Ganguly: লাগাতার ব্যর্থতা, তবুও বিরাট-রোহিতের পাশে সৌরভ গাঙ্গুলি

People's Reporter: ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, পারথে শতরান পেয়েছিল কোহলি। তিনটি ইনিংসে প্রত্যাশিত রান আসেনি। এখনও সময় আছে। লম্বা সিরিজ।
বিরাট-রোহিতের পাশে সৌরভ
বিরাট-রোহিতের পাশে সৌরভগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বর্ডার গাভাসকর সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে দুই তারকার খারাপ সময়ে পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

তৃতীয় টেস্ট ড্র করেছে ভারত। ভারতীয় বোলারদের দাপটে আর আবহাওয়ার কারণে সিরিজে লিড নিতে পারেনি অস্ট্রেলিয়া। তবে ভারতীয় দলকে চিন্তায় রাখছে রোহিত এবং বিরাটের ফর্ম। সৌরভ গাঙ্গুলি অবশ্য দুই তারকার পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, 'রাহুল ভালো খেলছে। সে কারণেই রোহিত ছয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে। তবে ছয়ে নেমেও নতুন বলে খেলতে হয়। আমিও ছয়ে ব্যাট করেছি বলেই জানি। তবে রোহিত তিনেও ব্যাট করতে নামতে পারেন। সিদ্ধান্ত অবশ্যই তাঁর ও টিম ম্যানেজমেন্টের। খারাপ সময় সব প্লেয়ারেরই আসে। রোহিত-বিরাট বড় মাপের প্লেয়ার। ওরাও খুব দ্রুত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে।'

ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, 'পারথে শতরান পেয়েছিল কোহলি। তিনটি ইনিংসে প্রত্যাশিত রান আসেনি। এখনও সময় আছে। লম্বা সিরিজ। ব্রিসবেনের পর আরও দুটি টেস্ট রয়েছে। বিরাট রানে ফিরবে।'

বাকি দুটো টেস্ট ভারতের জেতা উচিত বলে মনে করেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, 'ভারতের ২টি টেস্টে জেতা অসম্ভব কিছু নয়। তবে ব্যাটিংয়ে আরও উন্নতি ঘটাতে হবে।'

বল হাতে ভালো পারফরমেন্স না করতেও পারলেও গাব্বাতে ব্যাট হাতে ৩১ রান করেন বাংলার আকাশ দীপ। তাঁরও প্রশংসা শোনা গেল সৌরভ গাঙ্গুলির মুখে। তিনি বলেন, 'আকাশ ভালো ব্যাটিং করেছে। বোলিংও ভালো করছে। অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা তার কেরিয়ারে ইতিবাচক ভূমিকা নেবে।'

বিরাট-রোহিতের পাশে সৌরভ
Border Gavaskar Trophy: বুমরাহ-আকাশ দীপের আগুনে বোলিং, বৃষ্টি বিঘ্নিত গাব্বায় টেস্ট ড্র ভারতের
বিরাট-রোহিতের পাশে সৌরভ
Ravichandran Ashwin: জল্পনার অবসান, বর্ডার গাভাসকর ট্রফির মাঝেই অবসর ঘোষণা অশ্বিনের!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in