Ravichandran Ashwin: জল্পনার অবসান, বর্ডার গাভাসকর ট্রফির মাঝেই অবসর ঘোষণা অশ্বিনের!

People's Reporter: বুধবার গাব্বায় তৃতীয় টেস্ট ড্র হওয়ার পরেই অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ভারতের তারকা স্পিনার।
রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিনছবি - সংগৃহীত
Published on

বর্ডার গাভাসকর ট্রফির মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবিচন্দ্রন অশ্বিন। যা নিয়ে কার্যত অবাক গোটা ক্রিকেট মহল। বেশ কিছু দিন ধরেই অশ্বিনের অবসরের জল্পনা চললেও তা এত দ্রুত ঘোষণা করবেন কেউ ভাবতে পারেননি।

বুধবার গাব্বায় তৃতীয় টেস্ট ড্র হওয়ার পরেই অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ভারতের তারকা স্পিনার। সেখানেই নিজের অবসর ঘোষণা করলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে অশ্বিন বলেন, 'আমি বেশি কিছু বলব না। শুধু এটুকু বলতে চাই যে ভারতীয় দলে ক্রিকেটার হিসেবে আজ আমার শেষ দিন'।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত? নিজের ইচ্ছায় অবসরের ঘোষণা নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তরে রোহিত বলেন, তিনি অনেক ভেবেচিন্তেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই।

৩৮ বছর বয়সী অশ্বিনের জন্ম হয় ১৯৮৬ সালে চেন্নাইয়ে। সেখানেই বড় হওয়া, ঘরোয়া ক্রিকেট খেলা, পরে ভারতীয় দলে নির্বাচিত হওয়া।

ভারতের জার্সিতে ২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে আত্মপ্রকাশ ঘটে তামিলনাড়ুর অশ্বিনের। তারপর একের পর এক সাফল্য পেতে থাকেন তিনি। ওই বছরই টি-২০ ক্রিকেটেও অবিষেক হয় অশ্বিনের। ভারতের হয়ে টেস্টে অভিষেক হয় ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

ভারতের হয়ে ১০৬ টেস্টের ২০০ ইনিংসে মোট ৫৩৭টি উইকেট নিয়েছেন। এক ইনিংসে তাঁর সেরা বোলিং স্কোর হল ৫৯ রানের বিনিময়ে ৭ উইকেট। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ১১৬টি ম্যাচে ১৫৬টি উইকেট এবং টি-২০-তে ৬৫ ম্যাচে ৭৫টি উইকেট সংগ্রহ করেন অশ্বিন।

অশ্বিনই প্রথম ভারতীয় বোলার যিনি দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০, ৩৫০, ৪০০, ৪৫০ এবং ৫০০টি টেস্ট উইকেট সংগ্রহ করেন। এছাড়া তিনিই প্রথম ভারতীয় বোলার যিনি টি-২০তে ৫০টি উইকেট সংগ্রহ করেছিলেন। ভারতীয় বোলার হিসেবে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক অশ্বিন। তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯)। এছাড়াও আরও একাধিক রেকর্ড রয়েছে তারকা স্পিনারের ঝুলিতে।

অশ্বিনের কেরিয়ারে ২০১১ সালে বিশ্বকাপ জয়, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, ২০১০ এবং ২০১৬ সালে এশিয়া কাপ জয়ের সাফল্য রয়েছে।

রবিচন্দ্রন অশ্বিন
Shakib Al Hasan: ইসিবির পর সাকিবের বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা জারি ICC-র! বিপাকে বাংলাদেশ
রবিচন্দ্রন অশ্বিন
'মোটা অঙ্কের বেতন কেউই ছাড়তে চায় না' - রোহিত-বিরাটের অবসর দাবি করে কটাক্ষ গ্রেগ চ্যাপেলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in