Border Gavaskar Trophy: বুমরাহ-আকাশ দীপের আগুনে বোলিং, বৃষ্টি বিঘ্নিত গাব্বায় টেস্ট ড্র ভারতের

People's Reporter: এই ড্র-র ফলে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ওঠার রাস্তা এখনও খোলা রয়েছে ভারতের কাছে। সরাসরি ফাইনালে যাওয়ার জন্য ৩-১ ব্যবধানে জিততে হবে ভারতকে।
ভারতীয় ক্রিকেট দল
ভারতীয় ক্রিকেট দলছবি - বিসিসিআই-র এক্স হ্যন্ডেল
Published on

বৃষ্টির বিঘ্নিত গাব্বায় ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ ড্র। ফলে সিরিজ এখনও ১-১ ব্যবধানে রয়েছে। এই ড্র-র ফলে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ওঠার রাস্তা এখনও খোলা রয়েছে ভারতের কাছে। সরাসরি ফাইনালে যাওয়ার জন্য ৩-১ ব্যবধানে জিততে হবে ভারতকে।

রোহিত-বিরাটদের ব্যাটারদের ব্যর্থতা ভুলিয়ে টেস্টে ভারতকে লড়াইয়ে ফেরায় বোলাররা। অনবদ্ধ পারফর্ম করেন জসপ্রীত বুমরাহ, আকাশ দীপরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৪৫ রান তুলে ফেলায় বেশ চাপে পড়ে ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে ফলো-অন বাঁচানোর লড়াই করতে থাকেন ভারতীয় ক্রিকেটাররা। কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা ভালো খেললেও শেষ পর্যন্ত জসপ্রীত বুমরাহ ও আকাশ দীপ ফলো-অন বাঁচাতে সাহায্য করেন। ভারতের প্রথম ইনিং শেষ হয় ২৬০ রানে।

দ্বিতীয় ইনিংসে দ্রুত রান করার জন্য আক্রমণাত্মক খেলতে থাকেন অজি ব্যাটাররা। কিন্তু বুমরাহ, সিরাজ এবং আকাশ দীপের বোলিং-র সামনে তাসের ঘরের মতো ভাঙতে থাকে অজি ব্যাটিং লাইন আপ। ৮৯ রানে ৭ উইকেট হারিয়ে ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে বুমরাহ নেন ৩টি উইকেট। সিরাজ এবং আকাশ দীপ নেন ২টি করে উইকেট। দুই ইনিংস মিলিয়ে বুমরাহ ৯ উইকেট, সিরাজ ৪ উইকেট এবং আকাশ দীপ ৩ উইকেট নিয়েছেন।

ভারত ব্যাট করতে নামলেও ২.১ ওভারে ৮ রান করেন যশস্বী ও রাহুল জুটি। তারপরে বৃষ্টির কারণে আর ম্যাচ খেলানো সম্ভব হয়নি। ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়ার। তৃতীয় টেস্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন ট্রাভিস হেড।

প্রসঙ্গত, তৃতীয় টেস্টের প্রথম দিন থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। একাধিকবার আবহাওয়ার কারণে ম্যাচ বন্ধ রাখতে হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই যে টেস্টে ব্যাপক প্রভাব ফেলতে পারে বৃষ্টি। তবে অনেকের মতে বৃষ্টির জন্য অ্যাডভান্টেজ পেয়েছে ভারতীয় দল। বর্ডার গাভাসকর ট্রফিতে বাকি আছে আর দুটি টেস্ট।

ভারতীয় ক্রিকেট দল
Shakib Al Hasan: ইসিবির পর সাকিবের বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা জারি ICC-র! বিপাকে বাংলাদেশ
ভারতীয় ক্রিকেট দল
Border Gavaskar Trophy: বুমরাহকে বর্ণবিদ্বেষ মূলক কটাক্ষ! প্রকাশ্যে ক্ষমা ইংরেজ ধারাভাষ্যকারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in