Border Gavaskar Trophy: অজি ব্যাটারকে ধাক্কা মারার শাস্তি! নির্বাসন থেকে কি মুক্তি পেলেন বিরাট?

People's Reporter: ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট-র সিদ্ধান্তের দিকেই নজর ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও। অবশেষে শাস্তি দিলেন তিনি। কোহলিকে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - বিসিসিআই-র ট্যুইটার হ্যান্ডেল
Published on

তরুণ অজি ব্যাটার কনস্টাসকে ধাক্কার মারার অপরাধে শাস্তি পেলেন বিরাট কোহলি। আইসিসির কোড অফ কনডাক্ট-র লেভেল ওয়ান অনুযায়ী ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হবে কোহলির। পাশপাশি ডিমেরিট পয়েন্টও পেলেন ভারতের তারকা ব্যাটার।

অনেকেই ভেবেছিলেন মেলবোর্নে অজি ব্যাটারের সাথে আচরণের কারণে নির্বাসিত হতে পারেন কোহলি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট-র সিদ্ধান্তের দিকেই নজর ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও। অবশেষে শাস্তি দিলেন তিনি। কোহলিকে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ৪ ডিমেরিট পয়েন্ট পেলে পরের টেস্ট থেকে নির্বাসিত হতেন কোহলি।

অভিযোগ ওঠে, কোহলি ইচ্ছাকৃত ভাবেই অজি ব্যাটারকে ধাক্কা মেরেছেন। ঘটনাটি ঘটে ১০ নম্বর ওভারের শেষে। ওভার শেষে অন্যদিক থেকে আসছিলেন কোহলি। বিপরীত দিকে হাঁটেন কনস্টাসও। তখনই কোহলির কাঁধ কনস্টাসের কাঁধে ধাক্কা খায়। দু'জনের মধ্যে একটু কথা কাটাকাটিও হয়। সাথে সাথেই উসমান খোয়াজা এবং আম্পায়ার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

যদিও পুরো বিষয়টি নিয়ে বেশি ভাবতে চান না তরুণ অজি ব্যাটার। তিনি বলেন, আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি। নিজের গ্লাভস ঠিক করছিলাম। তারপরই ঘটনাটি ঘটলো। আসলে দেশের হয়ে খেলছি দুজনেই। তাই হয়তো বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমরা। এটা নিয়ে বেশি ভাবতে চাই না। মাঠের মধ্যে এমন হতেই পারে।

আইসিসির ক্রিকেট আইন ২.১২ ধারা অনুযায়ী মাঠের মধ্যে ক্রিকেটার, আম্পায়ার, সাপোর্ট স্টাফ অথবা ম্যাচ রেফারির সাথে শারীরিক সংঘর্ষে লিপ্ত হলে এবং অভিযোগ প্রমাণিত হলে ওই ক্রিকেটারকে শাস্তি পেতে হয়। অপরাধের মাপকাঠি অনুযায়ী জরিমানা অথবা ম্যাচ থেকে নির্বাসিত হতে পারেন ক্রিকেটার।

কোহলির এই আচরণকে একাধিক প্রাক্তন তারকা সমর্থন করেননি। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, 'সবকিছুরই একটা সীমা থাকে। সেই সীমা অতিক্রম করা উচিত নয়'। প্রাক্তন অজি তারকা রিকি পন্টিং জানান, 'বিরাট পুরো ডানদিকে হেঁটে গেছেন। তাঁর কারণেই বিতর্কের শুরু। আমার কোনও সন্দেহ নেই। এটা ইচ্ছাকৃত করা হয়েছে। কারণ ফিল্ডাররা জানে যে ব্যাটার মাঠের কোন জায়গায় থাকতে পারে। পাশাপাশি কনস্টাসও অনেক দেরি করেই কোহলির দিকে তাকিয়েছে'।

বিরাট কোহলি
Border Gavaskar Trophy: দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান অজিদের, চাপে ভারত!
বিরাট কোহলি
ICC Champions Trophy 2025: প্রকাশিত হল চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়াসূচি; ভারত-পাক ম্যাচ ২৩ ফেব্রুয়ারি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in