
চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে অজিদের রান ৬ উইকেটের বিনিময়ে ৩১১ রান। ভারতীয় শিবিরকে চিন্তায় রাখলো সিরাজের ফর্ম।
মেলবোর্ন টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। পরিকল্পনা অনুযায়ী শুরুটা ভালো হয়নি ভারতের। অজিদের ওপেনিং জুটি করে ৮৯ রান। অস্ট্রেলিয়ান ব্যাটারদের খুব একটা চাপে ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। এমনকি অভিষেক টেস্টে বুমরাহর বলে ৬ মেরে নজির গড়লেন স্যাম কনস্টাস। টেস্ট ক্রিকেটে ৪৪৮৩ বল পর কোনও ব্যাটার তাঁকে ৬ মারলেন।
অন্যদিকে মহম্মদ সিরাজের ফর্ম নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন মোট ১৫ ওভার বল করেন সিরাজ। ৬৯ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি। নীতিশ কুমার রেড্ডি ৫ ওভার বল করে ১০ রান দিয়েছেন। ওয়াশিংটন সুন্দর ১৩ ওভার করে ১ উইকেট নিয়ে ৩৭ রান দিয়েছেন। আকাশ দীপ ১৯ ওভার বল করে ৫৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ২১ ওভার বল করে ৭৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ।
অজিদের মধ্যে স্যাম কনস্টাস ৬৫ বলে ৬০ রান করে আউট হন। উসমান খোয়াজা ফেরেন ৫৭ রানে। ১৪৫ বলে ৭২ রান করে ফিরে যান লাবুসেন। ০ রানে প্যাভিলিয়নে ফেরেন ট্রাভিস হেড। ১৩ বল খেলে ৪ রানে ফেরেন মিচেল মার্শ। দিনের শেষে ৬৮ রান অপরাজিত রয়েছেন স্টিভ স্মিথ এবং ৮ রানে অপরাজিত আছেন প্যাট কামিন্স।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন