Border Gavaskar Trophy: দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান অজিদের, চাপে ভারত!

People's Reporter: মেলবোর্ন টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। পরিকল্পনা অনুযায়ী শুরুটা ভালো হয়নি ভারতের।
ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট
ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে অজিদের রান ৬ উইকেটের বিনিময়ে ৩১১ রান। ভারতীয় শিবিরকে চিন্তায় রাখলো সিরাজের ফর্ম।

মেলবোর্ন টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। পরিকল্পনা অনুযায়ী শুরুটা ভালো হয়নি ভারতের। অজিদের ওপেনিং জুটি করে ৮৯ রান। অস্ট্রেলিয়ান ব্যাটারদের খুব একটা চাপে ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। এমনকি অভিষেক টেস্টে বুমরাহর বলে ৬ মেরে নজির গড়লেন স্যাম কনস্টাস। টেস্ট ক্রিকেটে ৪৪৮৩ বল পর কোনও ব্যাটার তাঁকে ৬ মারলেন।

অন্যদিকে মহম্মদ সিরাজের ফর্ম নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন মোট ১৫ ওভার বল করেন সিরাজ। ৬৯ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি। নীতিশ কুমার রেড্ডি ৫ ওভার বল করে ১০ রান দিয়েছেন। ওয়াশিংটন সুন্দর ১৩ ওভার করে ১ উইকেট নিয়ে ৩৭ রান দিয়েছেন। আকাশ দীপ ১৯ ওভার বল করে ৫৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ২১ ওভার বল করে ৭৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ।

অজিদের মধ্যে স্যাম কনস্টাস ৬৫ বলে ৬০ রান করে আউট হন। উসমান খোয়াজা ফেরেন ৫৭ রানে। ১৪৫ বলে ৭২ রান করে ফিরে যান লাবুসেন। ০ রানে প্যাভিলিয়নে ফেরেন ট্রাভিস হেড। ১৩ বল খেলে ৪ রানে ফেরেন মিচেল মার্শ। দিনের শেষে ৬৮ রান অপরাজিত রয়েছেন স্টিভ স্মিথ এবং ৮ রানে অপরাজিত আছেন প্যাট কামিন্স।

ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট
BGT: কোহলি-কনস্টাস 'দ্বন্দ্বে' উত্তপ্ত চতুর্থ টেস্ট, নির্বাসিত হতে পারেন তারকা ব্যাটার!
ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট
ক’টা বাচ্চা, কত খরচ, এই আলোচনা করে নিজেদের শিক্ষার পরিচয় দেবেন না - ৬ লাখ বিল নিয়ে জবাব শ্রীময়ীর
ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট
ICC Champions Trophy 2025: প্রকাশিত হল চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়াসূচি; ভারত-পাক ম্যাচ ২৩ ফেব্রুয়ারি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in