
মেলবোর্ন টেস্টে অভিষেক ম্যাচেই বিধ্বংসী খেললেন স্যাম কনস্টাস। ১৯ বছরের কনস্টাসের সাথে কোহলির সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে চতুর্থ টেস্ট। এই কারণে নির্বাসিতও হতে পারেন কোহলি।
বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। উসমান খোয়াজা এবং কনস্টাসের ওপেনিং জুটি করে ৮৯ রান। ৬৫ বলে ৬০ রান করেন কনস্টাস। অভিষেক হওয়া তরুণ ক্রিকেটারের সাথে কোহলির সংঘর্ষ হয় ১০ নম্বর ওভারের শেষে। ওভার শেষে অন্যদিকে আসছিলেন কোহলি। বিপরীত দিকে হাঁটেন কনস্টাসও। তখনই কোহলির কাঁধ কনস্টাসের কাঁধে ধাক্কা খায়। দু'জনের মধ্যে একটু কথা কাটাকাটিও হয়। সাথে সাথেই উসমান খোয়াজা এবং আম্পায়ার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অভিযোগ ওঠে, কোহলি ইচ্ছাকৃত ভাবেই অজি ব্যাটারকে ধাক্কা মেরেছেন। এই আচরণের কারণে নির্বাসিত হতে পারেন কোহলি। আইসিসির ক্রিকেট আইন ২.১২ ধারা অনুযায়ী মাঠের মধ্যে ক্রিকেটার, আম্পায়ার, সাপোর্ট স্টাফ অথবা ম্যাচ রেফারির সাথে শারীরিক সংঘর্ষে লিপ্ত হলে এবং অভিযোগ প্রমাণিত হলে ওই ক্রিকেটারকে শাস্তি পেতে হয়। অপরাধের মাপকাঠি অনুযায়ী জরিমানা অথবা ম্যাচ থেকে নির্বাসিত হতে পারেন ক্রিকেটার।
ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে ম্যাচ রেফারি হলেন অ্যান্ডি পাইক্রফট। তিনি যদি বিচার করে দেখেন যে কোহলির অপরাধ গুরুতর তাহলে ৩ অথবা ৪ ডিমেরিট পয়েন্ট দিতে পারেন। ৪ ডিমেরিট পয়েন্ট পেলে পরের টেস্ট থেকে নির্বাসিত হবেন কোহলি। তার থেকে কম ডিমেরিট পয়েন্ট পেলে জরিমানা হতে পারে তারকা ব্যাটারের।
যদিও পুরো বিষয়টি নিয়ে বেশি ভাবতে চান না তরুণ অজি ব্যাটার। তিনি বলেন, আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি। নিজের গ্লাভস ঠিক করছিলাম। তারপরই ঘটনাটি ঘটলো। আসলে দেশের হয়ে খেলছি দুজনেই। তাই হয়তো বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমরা। এটা নিয়ে বেশি ভাবতে চাই না। মাঠের মধ্যে এমন হতেই পারে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৮ রানে অপরাজিত রয়েছেন স্টিভ স্মিথ। ৮ রানে অপরাজিত আছেন প্যাট কামিন্স। স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার রান ৩১১ রানে ৬ উইকেট।
স্যাম কনস্টাস ৬৫ বলে ৬০ রান করে আউট হন। উসমান খোয়াজা ফেরেন ৫৭ রানে। ১৪৫ বলে ৭২ রান করে ফিরে যান লাবুসেন। ০ রানে প্যাভিলিয়নে ফেরেন ট্রাভিস হেড। ১৩ বল খেলে ৪ রানে ফেরেন মিচেল মার্শ, ৪০ বলে ৩১ রান করে আউট হন অ্যালেক্স ক্যারি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন