

হাঁটুর চোট সারিয়ে বিহারের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে নামতে চলেছেন বাংলার তারকা পেসার মহম্মদ শামি। সূত্রের খবর, এনসিএ থেকে তিনি ফিট সার্টিফিকেট পেয়ে গেছেন।
শুক্রবার অর্থাৎ আগামীকাল বিহারকে হারালেই বিজয় হাজারের নক আউট পর্বে পৌঁছে যাবে বাংলা দল। শোনা যাচ্ছে শামি এখন পুরোপুরি ফিট। বল ফিল্ডিং করতে সমস্যা নেই। তবে ৫০ ওভারের ক্রিকেটে ১০ ওভার বল করার জন্য শামি ফিট কিনা সেদিকে নজর থাকবে।
বর্ডার-গাভাসকর সিরিজের শেষ দুটো ম্যাচ খেলার কথা ছিল মহম্মদ শামির। তবে পুরো ফিট না হওয়ায় তাঁকে নামিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। এদিকে শুক্রবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে নামবে ভারত। সিরিজ ড্র করতে হলে এই টেস্ট জিততেই হবে ভারতকে।
শামির অভাব ভারতীয় দল প্রতিমুহূর্তে টের পাচ্ছে। তবে শামি ইংল্যান্ড সিরিজে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শেষবার দেশের হয়ে গত বছর ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে নামেন শামি। এরপর হাঁটুর চোট দেখা দেওয়ায় আর মাঠে নামতে পারেননি। কয়েক মাস আগে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে মাঠে নামেন। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিও খেলেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন