

প্রায় ৪৫০ কোটি টাকার আর্থিক প্রতারণাতে নাম জড়ালো শুবমন গিল সহ মোট ৪ জন ক্রিকেটারের। তদন্তের স্বার্থে সকলকেই তলব করার পরিকল্পনা গ্রহণ করতে চলেছে সিআইডি।
খুব একটা ভালো সময় যাচ্ছে না শুবমন গিলের। এরই মধ্যে আর্থিক কেলেঙ্কারির সাথে নাম জড়ালো তাঁর। চিটফান্ড কেলেঙ্কারিতে তাঁর নামের সাথে আইপিএল ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্সের আরও ৩ ক্রিকেটারের নাম জড়িয়েছে। ভূপেন্দ্র সিং জালা নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। গত ২৭ ডিসেম্বর চিটফান্ডের মূল মাথা জালাকে গ্রেফতার করা হয়।
গুজরাটের ডিআইজি (সিআইডি-ক্রাইম) জানান, জালা নিজের সংস্থা BZ Financial Services-র মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা তুলতো। পরিবর্তে বার্ষিক ৩৬% রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিত। বিনিয়োগকারীদের থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন জালা।
পুলিশ সূত্রে আরও জানা যায়, এই সংস্থাতে বিনিয়োগ করেন ভারতের তারকা ক্রিকেটার শুবমন গিল। তিনি নাকি ১ কোটি ৯৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। শুধু তিনিই নন, তাঁর পাশাপাশি এই সংস্থায় বিনিয়োগ করেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন, মোহিত শর্মা এবং রাহুল তেওয়াটিয়াও। তবে বিনিয়োগের বদলে কোনও লাভ হয়নি ক্রিকেটারদের।
বর্তমানে শুবমন রয়েছেন অস্ট্রেলিয়াতে। ফলে দেশে না ফেরা পর্যন্ত তারকা ক্রিকেটারকে জিজ্ঞাসা করতে পারবেন না সিআইডি আধিকারিকরা। ক্রিকেটাররাও এই প্রতারণার সাথে যুক্ত, নাকি তাঁরাও প্রতারিত হয়েছেন এই সমস্ত বিষয়ে জানতে চায় সিআইডি বলে সংস্থা সূত্রে জানা গেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন