BGT: রোহিতকে বসিয়েও সমাধান হল না ভারতের ব্যাটিং ব্যর্থতার! দিনের শেষে ১ উইকেট হারিয়ে চাপে অজিরা

People's Reporter: টসে জিতে প্রথমে ব্যাটিং-র সিদ্ধান্ত নেন অধিনায়ক বুমরাহ। তিনি বলেন, আমাদের অধিনায়ক নিজে থেকে বিশ্রাম নিয়েছেন।
ভারতীয় দল
ভারতীয় দলছবি - সংগৃহীত
Published on

রোহিত শর্মাকে বসিয়েও কোনও লাভ হল না টিম ইন্ডিয়ার। ফের ভারতের ব্যাটিং বিপর্যয়ের সাক্ষী থাকলো সিডনি। ১৮৫ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস।

টসে জিতে প্রথমে ব্যাটিং-র সিদ্ধান্ত নেন অধিনায়ক বুমরাহ। তিনি বলেন, আমাদের অধিনায়ক (রোহিত শর্মা) নিজে থেকে বিশ্রাম নিয়েছেন। একাধিক খবর ছড়িয়েছিল যে আমাদের মধ্যে একতা নেই। কিন্তু রোহিত শর্মা নিজে বসে প্রমাণ করলেন যে আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। দলের জন্য যেটা ভালো হবে আমরা সেটাই করবো।

সিডনিতে ডু অর ডাই ম্যাচ ভারতের কাছে। লাগাতার ব্যর্থতার কারণে রোহিত যে এই টেস্টে বাদ পড়বেন তা নিয়ে জল্পনা ছিলই। কিন্তু রোহিতকে বসিয়েও দলের খেলার পরিবর্তন হল না। ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (১০) এবং কে এল রাহুল (৪) ব্যর্থ হন। রোহিতের বদলে দলে জায়গা পাওয়া শুবমন গিল ২০ রান করে আউট হন।

ফের একবার বড় রান করতে ব্যর্থ হলেন বিরাট কোহলি। তিনি ফেরেন ১৭ রানে। ঋষভ পন্থ (৪০) এবং জাদেজার (২৬) পার্টনারশিপে কিছুটা খেলায় ফেরে ভারত। গত টেস্টে সেঞ্চুরি করা নীতিশ ০ রানে ফেরেন। ওয়াশিংটন সুন্দর আউট হন ১৪ রানে। শেষ উইকেটে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ কিছুটা রান জোড়েন। ১৭ বলে ২২ রান করেন বুমরাহ। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮৫ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৯ রান করেছে অস্ট্রেলিয়া। ২ ওভার বল করেন বুমরাহ। ১ ওভার বল করেন মহম্মদ সিরাজ। বুমরাহর বলে ২ রান করে আউট হন উসমান খোয়াজা। দিনের শেষে ৭ রানে অপরাজিত আছেন স্যাম কনস্টাস

ভারতীয় দল
Shubman Gill: ৪৫০ কোটির আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ালো শুবমন গিলের! তলব করতে পারে CID
ভারতীয় দল
Khel Ratna Award: অবশেষে 'খেলরত্ন' পুরস্কার পাচ্ছেন 'বিদ্রোহী' মনু ভাকের! তালিকায় আরও তিন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in