
ঋষভ পন্থের বিধ্বংসী ইনিংসের পরেও চাপে ভারত। দ্বিতীয় দিনের শেষে ১৪৫ রানের লিড রয়েছে ভারতের। ভারতের স্কোর ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রান।
৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ভারত। প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে ৪টি বাউন্ডারি মারেন যশস্বী জয়সওয়াল। কিন্তু তাঁর ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২২ রানে ফিরতে হয় তাঁকে। কে এল রাহুল ফেরেন ১৩ রানে। শুবমনও আউট হন ১৩ রানে। ফের একবার ব্যর্থ হলেন বিরাট কোহলি। ১২ বল খেলে ৬ রান করে আউট হন তিনি।
ঋষভ পন্থ নেমে বিধ্বংসী ইনিংস খেলেন। ৩৩ বলে ৬১ রান করেন তিনি। তাঁর ঝোড়ো ইনিংসে বেশ চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৬টি ৪ এবং ৪টি ৬ মারেন ঋষভ। এই নিয়ে মোট ১৫টি টেস্ট হাফসেঞ্চুরি করলেন তিনি। প্যাট কামিন্সের বলে ফিরতে হয় তাঁকে। নীতিশ কুমার রেড্ডি ফেরেন ৪ রানে। দ্বিতীয় দিনের শেষে ৮ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ৬ রানে অপরাজিত রয়েছেন ওয়াশিংটন সুন্দর।
অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত বোলিং করেন স্কট বোলান্ড। ১৩ ওভার করে ৪ উইকেট নেন। ১টি করে উইকেট পান প্যাট কামিন্স এবং বিউ ওয়েবস্টার।
একের পর এক উইকেট পড়ায় বেশ চাপে রয়েছে ভারত। বেশি রানের লিড না পেলে এই টেস্টও হারতে হতে পারে জসপ্রীত বুমরাহদের। বিশেষজ্ঞদের মতে, কমপক্ষে ২০০ রানের লিড নিতেই হবে টিম ইন্ডিয়াকে। পরিসংখ্যান বলছে সিডনিতে ২০০০ সাল থেকে ২০০-র অধিক রান তাড়া করার সময় মাত্র ১টি ম্যাচ জিতেছে ব্যাটিং টিম। ৭টি হার এবং ৪ বার ড্র হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে এবং বর্ডার গাভাসকর ট্রফির টেস্ট সিরিজ ড্র করতে এই ম্যাচ জিততেই হবে ভারতকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন