
সোমবার মুম্বই এফসির বিরুদ্ধে নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। চলতি আইএসএলে মুম্বইকে আগের ফর্মে পাওয়া যাচ্ছে না। গত হায়দরাবাদ ম্যাচ ড্র করে ইস্টবেঙ্গল ১৩ ম্যাচ খেলে ১৪ আর মুম্বই ১৩ ম্যাচ খেলে ২০ পয়েন্টে রয়েছে। ম্যাচ জিতে সমর্থকদের নতুন বছরের উপহার দিতে চাইছে ইস্টবেঙ্গল।
লাল হলুদে সেন্টার ব্যাক হিজাজি মাহের ও হেক্টর ইউস্তে, গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকস ও ব্রাজিলীয় ক্লেটন সিলভা — এই চার জন ছাড়া ইস্টবেঙ্গলে কোনো বিদেশী নেই। চোটের কারণে ফরাসি মিডফিল্ডার মাদিহ তালাল ছিটকে গিয়েছেন। স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোর চোট সারিয়ে চলতি মাসেই ফেরার কথা। যা চিন্তায় রাখছে লাল-হলুদ কোচকে।
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন বলেন, 'মাদিহ তালালকে আর এই মরসুমে পাওয়া যাবে না। তাঁর পরিবর্তে আর একজন বিদেশি ফুটবলারকে নিচ্ছি আমরা, যার নাম ঘোষণা করা হবে ডার্বির আগেই। ঘোষণা করবে ক্লাব'।
ইস্টবেঙ্গল কোচ আরও জানান, 'মুম্বই সিটি এফসি লিগের অন্যতম সেরা দল। যথেষ্ট শক্তিশালী দল। ওরা একটা নির্দিষ্ট স্টাইলে খেলে। মাঠের মধ্যে দিয়ে যত না আক্রমণ তৈরি করে, দুই প্রান্ত দিয়ে দ্রুত গতিতে তার চেয়ে বেশি আক্রমণ করে। তবে গত ম্যাচে ওরা হারার পর এই ম্যাচে নামছে, সেই ক্ষত নিয়ে এই ম্যাচে খেলবে ওরা। ওদের শক্তি ও দুর্বলতা আমরা জানি। সেই অনুযায়ীই পরিকল্পনা তৈরি করব'।
পাশাপাশি দলের খারাপ ফর্ম থাকার জন্য কার্লস কুয়াদ্রাত জমানাকে একপ্রকার দায়ী করে ব্রুজোন বলেন, 'লিগের প্রথম সাতটা ম্যাচে কোনও পয়েন্ট না পাওয়ায় অনেক পিছিয়ে যেতে হয়েছে আমাদের। এখনও আমাদের লক্ষ্য সেরা ছয়ে পৌঁছনো। আমাদের প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে হবে, পয়েন্ট অর্জন করতে হবে এবং গত চার-পাঁচটি ম্যাচে যেরকম খেলেছি, সে রকম বা তার চেয়েও ভালো খেলতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন