ইংল্যান্ড সিরিজে অনিশ্চিত বুমরাহ! চ্যাম্পিয়ন্স ট্রফ্রির আগে তারকা পেসারকে চাপমুক্ত রাখতে চায় বোর্ড

People's Reporter: আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই শেষ প্রস্তুতি ভারতের। আর এই সিরিজে জসপ্রীত বুমরাহকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।
যশপ্রীত বুমরাহ
যশপ্রীত বুমরাহফাইল ছবি বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

আসন্ন ভারত বনাম ইংল্যান্ড সিরিজে অনিশ্চিত জসপ্রীত বুমরাহ। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে পিঠে চোট পান বুমরাহ। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই বুমরাহকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই শেষ প্রস্তুতি ভারতের। আর এই সিরিজে জসপ্রীত বুমরাহকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ১০ ওভার বল করার পর চোটের কারণে মাঠ ছাড়েন বুমরাহ। যার জেরে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার জয় আরও সহজ হয়ে যায়।

তবে বিসিসিআই-র তরফ থেকে অবশ্য বুমরাহর চোট নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। চোট গুরুতর কিনা বা কত দিন তারকা পেসারকে মাঠের বাইরে থাকতে হবে কিছুই জানা যায়নি।

সূত্রের খবর, বুমরাহর সম্ভবত গ্রেড ১-র চোট রয়েছে। ফলে তাঁকে দুই-তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। যদি গ্রেড ২-র চোট হয় তাহলে ৬ সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাঁকে। গ্রেড ৩-র চোট হলে ৩ মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে।

উল্লেখ্য, প্রথমে ৫টি টি-২০ এবং পরে ৩টি ওয়ান ডে খেলবে দুই দল। প্রথমটি হবে ২২ জানুয়ারি, দ্বিতীয়টি হবে ২৫ জানুয়ারি, তৃতীয়টি ২৮ জানুয়ারি, চতুর্থ টি-২০ হবে ৩১ জানুয়ারি এবং পঞ্চম টি-২০ হবে ২ ফেব্রুয়ারি।

একদিনের ম্যাচ শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয়টি হবে ৯ ফেব্রুয়ারি এবং তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচটি হবে ১২ ফেব্রুয়ারি।

যশপ্রীত বুমরাহ
Kolkata Derby: কাটলো ডার্বি জট, বাংলার দুই প্রধান কোন স্টেডিয়ামে খেলবে জানেন?
যশপ্রীত বুমরাহ
Bengal Football Team: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, পুলিশে চাকরি পাচ্ছেন বাংলার হয়ে সন্তোষ জয়ী ফুটবলাররা!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in