

আসন্ন ভারত বনাম ইংল্যান্ড সিরিজে অনিশ্চিত জসপ্রীত বুমরাহ। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে পিঠে চোট পান বুমরাহ। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই বুমরাহকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট।
আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই শেষ প্রস্তুতি ভারতের। আর এই সিরিজে জসপ্রীত বুমরাহকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ১০ ওভার বল করার পর চোটের কারণে মাঠ ছাড়েন বুমরাহ। যার জেরে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার জয় আরও সহজ হয়ে যায়।
তবে বিসিসিআই-র তরফ থেকে অবশ্য বুমরাহর চোট নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। চোট গুরুতর কিনা বা কত দিন তারকা পেসারকে মাঠের বাইরে থাকতে হবে কিছুই জানা যায়নি।
সূত্রের খবর, বুমরাহর সম্ভবত গ্রেড ১-র চোট রয়েছে। ফলে তাঁকে দুই-তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। যদি গ্রেড ২-র চোট হয় তাহলে ৬ সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাঁকে। গ্রেড ৩-র চোট হলে ৩ মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে।
উল্লেখ্য, প্রথমে ৫টি টি-২০ এবং পরে ৩টি ওয়ান ডে খেলবে দুই দল। প্রথমটি হবে ২২ জানুয়ারি, দ্বিতীয়টি হবে ২৫ জানুয়ারি, তৃতীয়টি ২৮ জানুয়ারি, চতুর্থ টি-২০ হবে ৩১ জানুয়ারি এবং পঞ্চম টি-২০ হবে ২ ফেব্রুয়ারি।
একদিনের ম্যাচ শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয়টি হবে ৯ ফেব্রুয়ারি এবং তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচটি হবে ১২ ফেব্রুয়ারি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন