
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শুবমন গিলের সমালোচনায় ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। গিলকে 'হাইলি ওভাররেটেড' বলে কটাক্ষ করলেন তিনি।
১০ বছর পর বর্ডার গাভাসকর ট্রফিতে পরাজিত হয়েছে ভারত। রোহিত, বিরাট কোহলি, শুবমন গিলরা রান করতে ব্যর্থ হন। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই ভারতকে সিরিজ হারতে হয়েছে। এবার শুবমন গিলের সমালোচনায় সরব হলেন শ্রীকান্ত।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, "আমি সর্বদা বলে এসেছি যে শুবমন গিল একজন ওভাররেটেড ক্রিকেটার। সে একজন হাইলি ওভাররেটেড ক্রিকেটার। তার পরিবর্তে সূর্যকুমার যাদব, রুতুরাজ গায়কোয়াড় এবং সাই সুদর্শনের মতো খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত।"
শ্রীকান্ত আরও বলেন, "সূর্যকুমার যাদব টেস্টে ভালো শুরু করতে পারেনি, কিন্তু তার কৌশল এবং যোগ্যতা আছে। রুতুরাজ গায়কোয়াড় প্রথম-শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছে এবং সাই সুদর্শন 'এ' ট্যুরে নজর কেড়েছে। এমন প্রতিভাকে সুযোগ দেওয়া উচিত।"
উল্লেখ্য, বর্ডার গাভাসকর ট্রফিতে শুবমন গিল ৩টি টেস্টের ৫ ইনিংসে মোট ৯৩ রান (৩১,২৮,১,২০,১৩) করেন। শট নির্বাচনে একাধিক ভুল করেন তিনি। তাহলে কি শ্রীকান্তের কথায় গিলের বিকল্প হিসেবে ভারতী টেস্ট দলে অন্য কাউকে সুযোগ দেবেন নির্বাচকরা? তা সময়ই বলবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন