
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই-র নয়া সচিব হচ্ছেন দেবজিৎ সাইকিয়া। জয় শাহ আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর বিসিসিআই-র ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সচিব পদে নির্বাচিত হতে চলেছেন সাইকিয়া। সূত্রের খবর চলতি সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করতে পারে বোর্ড।
জয় শাহ-র পরবর্তী সচিব হিসেবে অনেক আগেই দেবজিৎ সাইকিয়ার নাম উঠে আসে। বিশেষ করে সচিব পদে অন্য কেউ মনোনয়ন জমা না দেওয়ায় তা আরও জোরালো হয়। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে মঙ্গলবার। কিন্তু প্রতিদ্বন্দ্বী কেউ নেই।
অন্যদিকে কোষাধক্ষ্য পদে নির্বাচিত হবেন প্রভতেজ সিং ভাটিয়া। এই পদেও আর কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না। আগামী ১২ জানুয়ারি বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিনই দু'জনের নাম ঘোষণা করা হতে পারে। তবে দেবজিৎ-র মেয়াদ ৯ মাস। তারপর এই কমিটি ভেঙে পুনরায় গঠন করা হবে।
দেবজিৎ সাইকিয়ার জন্ম ১৯৬৯ সালে, আসামের গুয়াহাটিতে। সেখানেই তাঁর লেখাপড়া। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কটন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। ওই বিশ্ববিদ্যালয় থেকেই অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে Old Earle Law College (বর্তমানে BRM Govt. Law College) থেকে এলএলবি ডিগ্রি পান।
এরপর আসাম বার কাউন্সিলের অধীনে একজন আইনজীবী হিসেবে নথিভুক্ত হন এবং ১৯৯৭ সালে গুয়াহাটি হাইকোর্টে আইনজীবী হিসেবে অনুশীলন শুরু করেন দেবজিৎ সাইকিয়া। এর আগে ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত এন এফ রেলওয়েতে এবং ১৯৯১-৯৬ সাল পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গুয়াহাটি শাখায় কাজ করেছেন তিনি।
২০০৫ সাল থেকে আসাম সরকারের অর্থ, কর, স্বাস্থ্য এবং শিক্ষা দফতরগুলির মামলায় প্রতিনিধিত্ব করেছেন। ২০০৯ সালে মেঘালয়ের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হন। ২০১১ সাল পর্যন্ত ছিলেন এই পদে।
সাইকিয়ার ক্রিকেট জীবনও বেশ নজরকাড়া ছিল। ১৯৮৯ সালে আসামের রঞ্জি দলে ডাক পান। তবে ১৯৯১ সালে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তাঁর। মিডল অর্ডারে খেলতেন তিনি। সাথে ছিলেন উইকেটরক্ষকও। ২১ বছর বয়সেই ক্রিকেট ছাড়েন তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে বিসিসিআই-র ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং কমিটির সদস্য নির্বাচিত হন জয় শাহ। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে নিযুক্ত হন তিনি। ২০২২ সালে পুনরায় সচিব পদে নির্বাচিত হন। ২০২৪ সালের ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জয় শাহ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন