
বঙ্গোপসাগরে ১৫০ কিলোমিটার সাঁতার কেটে নজির গড়লেন ৫২ বছর বয়সী এক মহিলা। বিশাখাপত্তনম থেকে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার সূর্যরাওপেতা উপকূল পর্যন্ত সাঁতার কাটলেন গোলি শ্যামালা।
গত ২৮ ডিসেম্বর বিশাখাপত্তনমের আর কে সমুদ্র সৈকত থেকে এই যাত্রা শুরু করেছিলেন গোলি। ১ জানুয়ারি কাকিনাড়ার এনটিআর সমুদ্র সৈকতে শেষ হয় তাঁর যাত্রা। প্রতিদিন গড়ে ৩০ কিলোমিটার সাঁতার কেটেছেন তিনি। পেদ্দাপুরমের বিধায়ক চিনারাজাপ্পা এবং কাকিনাড়া মিউনিসিপ্যাল কমিশনার ভাবনা ভাসিস্তা সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা এই নির্ভীক সাঁতারুকে অভিনন্দন জানাতে ওইদিন আমজনতার সাথে যোগ দিয়েছিলেন। শ্যামালার জীবনে আরও একটি মাইলফলক যোগ হল।
সাঁতারের প্রতি শ্যামালার ঝোঁক অনেক আগেই তৈরি হয়েছে। এর আগে ২০২১ সালে তিনি সাঁতরে পাল্ক স্ট্রেইট পার হয়েছিলেন। চলতি মাসের ফেব্রুয়ারিতে প্রথম এশিয়ান হিসাবে লক্ষদ্বীপ দ্বীপপুঞ্জের চারপাশ জয় করেছিলেন।
একটা অ্যানিমেশন স্টুডিও ছিল শ্যামালার, সেখানে এক দশকের বেশি সময় প্রযোজক, সৃজনশীল পরিচালক এবং লেখক হিসেবে কাজ করেছেন তিনি। সেই স্টুডিও বন্ধ হয়ে পড়ায় অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। সেই অবসাদ কাটাতেই মন দেন সাঁতারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন