
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড শুরু হওয়ার আগে বিস্ফোরক অভিযোগ করলেন ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ী টেনিস তারকা নোভাক জকোভিচ। টেনিস তারকার অভিযোগ, ২০২২ সালে অস্ট্রেলিয়ার এক হোটেলে তাঁর খাবারে বিষ মেশানো হয়েছিল। যদিও সেই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করেনি জকোভিচ।
২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে সেই দেশে যান নোভাক। কিন্তু করোনা টিকা না নেওয়ার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল তাঁকে। সেখানেই নাকি খাবারের মাধ্যমে বিষ দেওয়া হয়েছিল তাঁকে।
নোভাক বলেন, 'মেলবোর্নে একটি হোটেলে রাখা হয়েছিল আমাকে। ওই হোটেলে খাবার খাওয়ার পর আমার শরীর আরও খারাপ হয়ে যায়। সার্বিয়ায় ফিরে স্বাস্থ্য পরীক্ষা করলে দেখা যায় আমার শরীরে প্রচুর পরিমাণে পারদ ও সীসা পাওয়া গিয়েছিল।'
তিনি আরও বলেন, 'ওই ঘটনার পর থেকে যতবার অস্ট্রেলিয়া এসেছি পুরনো স্মৃতি মনে পড়েছে। এর আগে কোনও দিন আমি প্রকাশ্যে এই কথা বলিনি। তবে আমি আমার খেলার দিকেই মনোযোগ দিতে চাই।'
সার্বিয়ান টেনিস তারকা জানান, 'এই ঘটনার পর থেকে গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় বা বিশ্বের অন্য কোথাও আমার সাথে দেখা হওয়া অনেক অস্ট্রেলিয়ান আমার কাছে এসে ক্ষমা চেয়েছেন। তাঁরা জানান, আমার সাথে যে আচরণ করা হয়েছিল তার জন্য তাঁরাও বিব্রত হয়েছিলেন। তৎকালীন সরকারের কারণে এমন কাজ হয়েছে'।
উল্লেখ্য, আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড। প্রথম ম্যাচে নোভাক জকোভিচ মুখোমুখি হবেন মার্কিন টেনিস প্লেয়ার নিশেষ বাসভরেড্ডির। ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন জকোভিচ। শেষবার জিতেছিলেন ২০২৩ সালে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন