
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না মনোজ তিওয়ারি। এমনকি ভারতীয় দলের হেড কোচ গম্ভীরের দল নির্বাচন নিয়েও সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, 'পক্ষপাতদুষ্ট' কাজ করেছেন গম্ভীর।
গৌতম গম্ভীরের সাথে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের অনেকেরই সম্পর্ক যে ভালো নয় তা কমবেশি সকলেই জানেন। এবার গম্ভীরের সমালচনায় সরব হলেন আইপিএল-এ তাঁর এক সময়ের সতীর্থ মনোজ তিওয়ারি। তিনি বলেন, ''আকাশদীপের বদলে কেন হর্ষিত রানাকে খেলানো হল? আকাশদীপ কী ভুল করেছিলেন? বাংলাদেশ এবং নিউজিল্যান্ড টেস্টে যথেষ্ট ভালো বল করেছিল আকাশদীপ। হর্ষিতের থেকে আকাশদীপের অভিজ্ঞতা বেশি। এটা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট কাজ"।
মনোজ আরও জানান, ''টেস্ট দলে দেবদত্ত পাড়িক্কল কীভাবে যুক্ত হলেন? কোন সমীকরণে তাঁকে নেওয়া হয়েছে? দলে তো অভিমন্যু ঈশ্বরণ ছিল। আর সে ভালো পারফর্ম করেছে। অভিমন্যুকে কেন নেওয়া হয়েছিল তাহলে? উচিত ছিল অভিমন্যুকে ৩ নম্বরে খেলানো। সেটা হয়নি। তার ফল তো সবাই এখন দেখতেই পাচ্ছেন।''
শুধু বর্ডার-গাভাসকর ট্রফি নয়, গম্ভীর যে তাঁকে অপমান করেছিলেন তা নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন এই ক্রিকেটার। মনোজ জানান, ''দিল্লিতে রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন আমার সাথে বচসা হয়েছিল গম্ভীরের। তখন গম্ভীরের মুখের কথা সকলেই শুনেছেন। তিনি আমার পরিবারকে গালাগালি দিয়েছিলেন। সাথে সৌরভ গাঙ্গুলির সম্পর্কেও খারাপ কথা বলেছিলেন। সেই সময় অন্য কয়েকজন তাঁকে আমার হাত থেকে রক্ষা করেছিলেন।''
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন