Vijay Hazare: শামির ভালো পারফরমেন্স সত্ত্বেও হরিয়ানার কাছে লজ্জার হার, বিজয় হাজারে থেকে ছুটি বাংলার

People's Reporter: মহম্মদ শামির ফিটনেস দেখার জন্য আজ মাঠে হাজির ছিলেন জাতীয় নির্বাচকরা। ভালোভাবেই তাতে উত্তীর্ণ হলেন শামি।
মহম্মদ শামি
মহম্মদ শামিছবি - সংগৃহীত
Published on

বিজয় হাজারে ট্রফি থেকে ছুটি বাংলার। বৃহস্পতিবার হরিয়ানার কাছে ৭২ রানে হারলো টিম বেঙ্গল। হরিয়ানার বিপক্ষে প্রি-কোয়ার্টার ফাইনালে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। দলে দুটি পরিবর্তন হয়। সুমন্ত গুপ্তের পরিবর্তে অভিমন্যু ঈশ্বরণ এবং কনিষ্ক শেঠের পরিবর্তে দলে আসেন মুকেশ কুমার।

মহম্মদ শামির ফিটনেস দেখার জন্য আজ মাঠে হাজির ছিলেন জাতীয় নির্বাচকরা। ভালোভাবেই তাতে উত্তীর্ণ হলেন শামি। ১০ ওভারে ৬১ রান দিয়ে ৩ উইকেট পান। তাঁর এই পারফরমেন্স আর সফল ফিটনেস পরীক্ষার পরে ইংল্যান্ড সিরিজে সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও বাড়লো। ম্যাচে বাংলার মুকেশ কুমার ৯ ওভারে ৪৬ রান দিয়ে ২ উইকেট পান। ৫০ ওভার শেষে হরিয়ানা ৯ উইকেটের বিনিময়ে ২৯৮ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করে বাংলা। ৭০ রানের ওপেনিং পার্টনারশিপ করেন অভিষেক পোড়েল এবং সুদীপ ঘরামি। তবে সুদীপ ৩৬ রানে আউট হন। এরপর ঈশ্বরণ নেমে ১০ রানে আউট হন। পোড়েল অর্ধশতরান করে ৫৭ রানে আউট হন।

এরপর অনুষ্টুপ মজুমদার ফেরেন ৩৬ রানে। তারপর আর বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। তাসের ঘরের মত ভেঙে পড়ে যায় বাংলার ব্যাটিং লাইন। ৪৩ ওভার ১ বলেই শেষ হয় বাংলা। সৈয়দ মুস্তাক আলির মত বিজয় হাজারেও জেতা হলো না লক্ষ্মীরতন শুক্লার ছেলেদের। এরপর রঞ্জি ট্রফি। যা অবস্থা তাতে রঞ্জিতে নকআউটেও কোয়ালিফাই করা কঠিন বাংলার বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

মহম্মদ শামি
Kolkata Derby: টুটু বনাম নীতু! ডার্বির আগে দুই শিবিরের বাক্যবাণে রীতিমতো উত্তপ্ত ময়দান
মহম্মদ শামি
গাভি, ইয়ামালের গোলে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা! প্রতিপক্ষ রিয়াল? উত্তর মিলবে আজ রাতে
মহম্মদ শামি
২০১৯ বিশ্বকাপ সেমিতে ধোনিকে রান আউট করেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর সেই 'ভিলেন' গাপ্তিলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in