Malaysia Open: ব্যর্থ দুরন্ত লড়াই, চীনা প্রতিপক্ষের কাছে হেরে মালয়েশিয়া ওপেন থেকে বিদায় প্রণয়ের

People's Reporter: বৃহস্পতিবার চীনা প্রতিপক্ষ ফেং লি-র বিপক্ষে খেলতে নেমেছিলেন প্রণয়। প্রথম সেটে ভারতীয় শাটলারকে দাঁড়াতেই দেননি লি।
এইচ এস প্রণয়
এইচ এস প্রণয়ছবি - এইচ এস প্রণয়ের ফেসবুক পেজ
Published on

দুরন্ত লড়াই করেও হার। মালয়েশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন ভারতীয় শাটলার এইচ এস প্রণয়। চীনা প্রতিপক্ষের কাছে ২১-৮, ১৫-২১ এবং ২৩-২১ ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।

শেষ ৩২-এ কানাডার ব্রায়ান ইয়াং-এর বিপক্ষে পিছিয়ে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন করে শেষ ১৬তে উঠেছিলেন প্রণয়। কানাডিয়ান প্রতিপক্ষকে ২১-১২, ১৭-২১ এবং ২১-১৫ ব্যবধানে হারিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার চীনা প্রতিপক্ষ ফেং লি-র বিপক্ষে খেলতে নেমেছিলেন প্রণয়। প্রথম সেটে ভারতীয় শাটলারকে দাঁড়াতেই দেননি লি। ২১-৮ ব্যবধানে জিতে নেন তিনি। দ্বিতীয় সেট থেকে খেলায় ফেরেন প্রণয়। দ্বিতীয় সেটেও একসময় পিছিয়ে পড়েছিলেন। সেখান থেকে ২১-১৫ ব্যবধানে জেতেন ভারতীয় শাটলার।

তৃতীয় সেটের শুরুতেই পয়েন্ট পান প্রণয়। কিন্তু তারপর লাগাতার ৭টি পয়েন্ট তুলে নেন বিশ্ব র‍্যাঙ্কিং-এ ৭ নম্বরে থাকা ব্যাডমিন্টন তারকা লি। প্রণয়ও ধীরে ধীরে কামব্যাক করেন। অবশেষে ২৩-২১ ব্যবধানে জিতে শেষ ৮-এ চলে গেলেন ফেং লি।

উল্লেখ্য, এই লি শেষ ৩২-এ ভারতের প্রিয়াংশু রাজাওয়াতকে হারিয়েছিলেন। খেলার ফলাফল ছিল ২১-১১ ও ২১-১৬।

অন্যদিকে আজই মহিলাদের সিঙ্গেলসে চীনের ওয়াই হানের বিপক্ষে খেলবেন ভারতের মালবিকা। পুরুষদের ডাবলসে মালয়েশিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবেন ভারতের চিরাগ-সাত্বিক জুটি। চীনা প্রতিপক্ষের কাছে পরাজিত হয়ে মহিলাদের ডাবলস থেকে ছিটকে গেছেন তৃষা জলি ও গায়েত্রী গোপীচাঁদ জুটি (২১-১৫, ১৮-২১, ১৯-২১)।

এইচ এস প্রণয়
গাভি, ইয়ামালের গোলে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা! প্রতিপক্ষ রিয়াল? উত্তর মিলবে আজ রাতে
এইচ এস প্রণয়
২০১৯ বিশ্বকাপ সেমিতে ধোনিকে রান আউট করেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর সেই 'ভিলেন' গাপ্তিলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in