
দুরন্ত লড়াই করেও হার। মালয়েশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন ভারতীয় শাটলার এইচ এস প্রণয়। চীনা প্রতিপক্ষের কাছে ২১-৮, ১৫-২১ এবং ২৩-২১ ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।
শেষ ৩২-এ কানাডার ব্রায়ান ইয়াং-এর বিপক্ষে পিছিয়ে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন করে শেষ ১৬তে উঠেছিলেন প্রণয়। কানাডিয়ান প্রতিপক্ষকে ২১-১২, ১৭-২১ এবং ২১-১৫ ব্যবধানে হারিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার চীনা প্রতিপক্ষ ফেং লি-র বিপক্ষে খেলতে নেমেছিলেন প্রণয়। প্রথম সেটে ভারতীয় শাটলারকে দাঁড়াতেই দেননি লি। ২১-৮ ব্যবধানে জিতে নেন তিনি। দ্বিতীয় সেট থেকে খেলায় ফেরেন প্রণয়। দ্বিতীয় সেটেও একসময় পিছিয়ে পড়েছিলেন। সেখান থেকে ২১-১৫ ব্যবধানে জেতেন ভারতীয় শাটলার।
তৃতীয় সেটের শুরুতেই পয়েন্ট পান প্রণয়। কিন্তু তারপর লাগাতার ৭টি পয়েন্ট তুলে নেন বিশ্ব র্যাঙ্কিং-এ ৭ নম্বরে থাকা ব্যাডমিন্টন তারকা লি। প্রণয়ও ধীরে ধীরে কামব্যাক করেন। অবশেষে ২৩-২১ ব্যবধানে জিতে শেষ ৮-এ চলে গেলেন ফেং লি।
উল্লেখ্য, এই লি শেষ ৩২-এ ভারতের প্রিয়াংশু রাজাওয়াতকে হারিয়েছিলেন। খেলার ফলাফল ছিল ২১-১১ ও ২১-১৬।
অন্যদিকে আজই মহিলাদের সিঙ্গেলসে চীনের ওয়াই হানের বিপক্ষে খেলবেন ভারতের মালবিকা। পুরুষদের ডাবলসে মালয়েশিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবেন ভারতের চিরাগ-সাত্বিক জুটি। চীনা প্রতিপক্ষের কাছে পরাজিত হয়ে মহিলাদের ডাবলস থেকে ছিটকে গেছেন তৃষা জলি ও গায়েত্রী গোপীচাঁদ জুটি (২১-১৫, ১৮-২১, ১৯-২১)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন