FIFA Club World Cup: ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় আল-হিলাল, পালমিরাসের! সেমিফাইনালে চেলসি-ফ্লুমিনেন্স

People's Reporter: শুক্রবার মধ্যরাতে আল-হিলালে মুখোমুখি হয়েছিল ফ্লুমিনেন্স। ম্যাচ শুরু হয় দিয়োগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রের স্মরণে নীরবতা পালন করে।
ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিতে চেলসি এবং ফ্লুমিনেন্স
ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিতে চেলসি এবং ফ্লুমিনেন্সছবি - সংগৃহীত
Published on

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করল চেলসি এবং ফ্লুমিনেন্স এফসি। ভারতীয় সময় আগামী মঙ্গলবার মধ্যরাতে (১২.৩০টা) এই দুই ক্লাব একে অন্যের মুখোমুখি হবে।

শুক্রবার মধ্যরাতে আল-হিলালে মুখোমুখি হয়েছিল ফ্লুমিনেন্স। ম্যাচ শুরু হয় দিয়োগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রের স্মরণে নীরবতা পালন করে। মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন প্রয়াত জোটার দুই সতীর্থ জোয়াও ক্যানসেলো ও রুবেন নেভেস। ম্যাচে দুরন্ত লড়াই করেও হারতে হয় আল-হিলালকে।

ম্যাচের ৪০ মিনিটের মাথায় ম্যাথিউজ মার্টিনেলির গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়াতে থাকে আল-হিলাল। ৫১ মিনিটের মাথায় সমতা ফেরান আল-হিলালের মার্কোস। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি সৌদির ক্লাব। ৭০ মিনিটে হারকিউলেসের গোলে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ব্রাজিলের ফ্লুমিনেন্স।

অন্যদিকে, শনিবার সকালে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামে চেলসি এবং পালমিরাস। ১৬ মিনিটে কোল পামারের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় চেলসি। তারপর থেকে পালমিরাসের ডিফেন্সে বার বার আটকে যাচ্ছিলেন চেলসির স্ট্রাইকাররা।

৫৩ মিনিটে পালমিরাসের হয়ে সমতা ফেরান এস্তেভাও। সমতা ফিরিয়েও লাভ হয়নি। ৮৩ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে নিশ্চিত করে প্রিমিয়ার লিগ জায়ান্টরা। গোটা ম্যাচজুড়ে ১৯টি শট নেয় চেলসি। অন টার্গেট থাকে ৬টি শট।

এই দুই দল আগামী মঙ্গলবার মধ্যরাতে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিতে মুখোমুখি হবে। পাশাপাশি শনিবার মধ্যরাতে (১.৩০টা) রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। আগামীকাল রাত ৯.৩০টায় চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পিএসজি এবং বায়ার্ন মিউনিখ।

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিতে চেলসি এবং ফ্লুমিনেন্স
Mohun Bagan: 'ঘরের ছেলে ঘরে ফিরলো' - ফের সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে কিয়ান নাসিরিকে!
ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিতে চেলসি এবং ফ্লুমিনেন্স
Diogo Jota: 'স্মরণে দিয়োগো জোটা' - ২০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত লিভারপুলের
ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিতে চেলসি এবং ফ্লুমিনেন্স
Diogo Jota: 'জোটার মৃত্যু ক্লাবের জন্য বড় ধাক্কা' - কোয়ার্টার ফাইনালে নামার আগে দাবি আল-হিলাল কোচের!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in